বুধবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ নিরুত্তাপে মিটে গেলেও চর্চায় থাকল একটি নির্দিষ্ট পরিবার।কারণ সেই পরিবারে ভোটারের সংখ্যা ৬৫ জন!চিক্কাবাল্লাপুর বিধানসভা কেন্দ্রের ভোটার ওই ৬৫ জনই এদিন ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।জানা গেছে, পরিবারের সদস্যরা একসঙ্গে এসেছিলেন বুথে।পরপর লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিতে বুথে ঢোকেন। পরিবারের এক প্রবীণ সদস্য সংবাদমাধ্যমে জানান,এই নিয়ে বাদাম পরিবারের ৬৫ জন সদস্য পনেরো বারেরও বেশি ভোট দিলেন।প্রতিদিনের ব্যস্ততায় মধ্যে পরিবারের সবাই মিলে হইহই করে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণের মজাই আলাদা, বলেন পরিবারের সদস্য সুদ্রক বাদাম ওই ভোটার।গোটা পরিবার একত্রে ভোট দিতে পেরে
রীতিমতো উচ্ছ্বসিত।পরিবারের প্রবীণ সদস্য সুদ্রক বলেন, ‘ভোটদান শুধু আমাদের কর্তব্য নয়,খুবই আনন্দ পাওয়ার বিষয়।’ বিকাল পর্যন্ত জানা গেছে, চিক্কাবাল্লাপুর বিধানসভা কেন্দ্রে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এই কেন্দ্রটি নানা কারণে রাজনৈতিক মহলে চর্চার বিষয়। এই কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী ডাক্তার কে সুধাকর এই নিয়ে চিক্কাবাল্লাপুর থেকে চার বার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ২০১৩ এবং ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে তিনি কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ী হন।উনিশে লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিলে সাধারণ নির্বাচনের সঙ্গে চিক্কাবাল্লাপুরে বিধানসভার উপনির্বাচন হয়।বিজেপির টিকিটে জিতে যান কে সুধাকর। ওই অকাল ভোটে কংগ্রেস প্রার্থী তথা তার বহুদিনের রাজনৈতিক সতীর্থ এম অঞ্জনাপ্পাকে ৩০ হাজারেরও বেশি ভোটে ধরাশায়ী করেন। জয়ের পর তিনি হন কর্নাটকের ইয়েদুরাপ্পা সরকারের স্বাস্থ্য ও স্বাস্থ্যশিক্ষা মন্ত্রী।এবার চিক্কাবাল্লাপুরে সুধাকরের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রদীপ এশ্বর এবং জেডিএসের প্রার্থী কেপি বাছেগৌড়া। এছাড়াও ময়দানে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী ও বহুজন সমাজ পার্টির প্রার্থী।২২৪
বিধানসভা আসনের কর্নাটক নির্বাচনে এবার কংগ্রেস বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে শান্তিতেই দিনভর ভোটপর্ব চলে হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।বুথ থেকে বুথে দিনভর চক্কর কেটেছেন মাইক্রো অবজার্ভার। অধিকাংশ বুথে ছিল একাধিক সিসিটিভি ক্যামেরা।
প্রধানমন্ত্রী মোদি বলিয়াছিলেন অপারেশন সিন্দুর শেষ হইয়া যায় নাই। অর্থাৎ পাকিস্তানকে শিক্ষা দেওয়ার কাজটি আবার…
অনলাইন প্রতিনিধি :-উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের…
অনলাইন প্রতিনিধি :-রবিবারের হায়দরাবাদের চারমিনারের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষের মৃত্যু। এই ঘটনায়…
অনলাইন প্রতিনিধি :-পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাঙালি পর্বতারোহী সৌমেন সরকার। বর্ধমান শহরের…
অনলাইন প্রতিনিধি :-দিল্লির পাহাড়গঞ্জের নবী করিম এলাকায় একটি নির্মিয়মান বহুতলের দেওয়াল ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপে আটকা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটন মানচিত্রে জিরানীয়া মহকুমা এমএন কলোনিকে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।…