একটি চুরি প্রশ্ন অনেক

এই খবর শেয়ার করুন (Share this news)

গোটা দেশ যখন স্বাধীনতার হীরকজয়ন্তী বর্ষ উদযাপন করছে , সেই ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসের রাতেই প্রান্তিক রাজ্য ত্রিপুরায় রচিত হলো এক কলঙ্কজনক অধ্যায় । খোদ রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে অতি গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ১৬৫ টি ফাইল চুরি হয়ে গেছে । রাজ্য পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে পুলিশের প্রথম সারির প্রায় সব শীর্ষ অফিসার যে বাড়িতে বসে দিনরাত কাজ করেন , সেই বাড়ি থেকেই রাতের অন্ধকারে চোরের দল চুরি করে নিয়ে গেছে গুরুত্বপূর্ণ ফাইল ! এই একটি ঘটনা গোটা রাজ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে । শুধু তাই নয় , ফাইল চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যবাসীর চোখ কপালে উঠেছে । সব মহলে একই প্রশ্ন , কী করে এবং কীভাবে এতবড় ঘটনা সংঘটিত হলো ? এখানেই শেষ নয় , চোরের দল খোদ পুলিশ সদর কার্যালয়ে হানা দিয়ে আবার এতগুলি গুরুত্বপূর্ণ নথিসহ ফাইল নিয়ে নিরাপদে চলেও যেতে পেরেছে ! স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে , রাজ্য পুলিশ যেখানে নিজের প্রধান কার্যালয় পর্যন্ত সুরক্ষিত রাখতে পারছে না , সেখানে জনগণের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে ? না , এই বিষয়টিকে একেবারেই হাল্কা বা ছোট করে দেখার কোনও সুযোগ নেই । কারণ , এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে খোদ রাজ্য পুলিশের সদর কার্যালয়ে নিরাপত্তার কতটা ঘাটতি ও চূড়ান্ত গাফিলতি রয়েছে । স্মার্ট সিটিতে রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা , পুলিশ সদর দপ্তরে একাধিক সিসি ক্যামেরা , কম করেও চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশ ও টিএসআর জওয়ানের রাত – দিন চব্বিশ ঘন্টা পালা করে পাহারা চলে রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে । এক কথায় হাই সিকিউরিটি জোন । এই হাই সিকিউরিটি জোনের মধ্যে , তাও পুলিশের সদর প্রধান কার্যালয়ে এমন দুঃসাহসিক কাণ্ড সংঘটিত হলো কী করে ? জনমনে প্রশ্ন এখানেই । যদিও ঘটনা প্রকাশ্যে আসার পর সাথে সাথেই তৎপর হয় পুলিশ । চুরি যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী এবং বটতলা ফাঁড়ির ওসি অভিজিৎ মণ্ডল অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে সেইসব নথি ও ফাইল উদ্ধার করে আপাতত পুলিশের মানসম্মান রক্ষা করেছেন । সেই সাথে এই দুঃসাহসিক ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছেন । কিন্তু এই দুঃসাহসিক চুরির ঘটনায় রাজ্য পুলিশের গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে , সেই দাগ কি এত সহজে মুছে যাবে ? সবথেকে বড় প্রশ্ন হচ্ছে , এই ঘটনার পেছনে কি অন্য কোনও রহস্য বা ষড়যন্ত্র রয়েছে ? যদি থেকে থাকে তাহলে এর পেছনে কে বা কারা ? চোরের দল যেভাবে হাই সিকিউরিটি জোনের মধ্যে থাকা খোদ পুলিশের সদর দপ্তরে ঢুকে গেছে এবং কাজ শেষ করে আবার নিরাপদে চলে গেছে তা কিন্তু রহস্যজনক । উদ্দেশ্য যদি চুরি করাই হয় তাহলে শুধুমাত্র ফাইল কেন ? চোর তো আরও মূল্যবান সামগ্রী কম্পিউটার , ল্যাপটপ ইত্যাদি নিয়ে যেতে পারতো । শুধুমাত্র কাগজপত্র , ফাইল চুরি করে তাদের কী লাভ হবে ? এইগুলি বিক্রি করে কত টাকা আয় হবে , যার জন্য এতবড় ঝুঁকি নিয়েছে ? তাছাড়া কাগজপত্র , ফাইল এগুলি কি চুরি করার সামগ্রী ? যদি না এর পেছনে বড় কোনও বদ উদ্দেশ্য ও চক্রান্ত না থাকে । ফলে পুলিশ সদর কার্যালয়ে সংঘটিত এই চুরিকে সাধারণ একটি চুরির ঘটনার তকমা দিয়ে বা হাল্কা করে দেখার কোনও সুযোগ নেই । এই ঘটনার উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় তদন্ত হওয়া জরুরি । ভিতর থেকে কারও সহযোগিতা না থাকলে খোদ পুলিশ সদর দপ্তরে ঢুকে চোরের দল শুধু ফাইল নিয়ে যাবে— এটা মোটেও বিশ্বাসযোগ্য হতে পারে না । এর পিছনে গভীর কোনও চক্রান্ত ও পরিকল্পনা থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না । এমনই যদি হয় , তাহলে তো রাজ্য পুলিশের সদর দপ্তরে ঢুকে যে কেউই হামলা চালিয়ে নিরাপদে চলেও যেতে পারবে । বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর । তাই রাজ্যবাসীর মনে যেসব প্রশ্নের জন্ম হয়েছে , তার জবাব দেওয়ার দায়ও রাজ্য পুলিশের । যারা নিজেদের সুরক্ষিত রাখতে পারে না , তারা কী করে সাধারণ মানুষের জীবনমান রক্ষা করবে ? এই কলঙ্কের দায় কিন্তু সারাজীবন রাজ্য পুলিশকে বয়ে বেড়াতে হবে । এমনটাই অভিমত রাজ্যবাসীর।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

12 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

13 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

15 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

15 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

16 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

17 hours ago