একই রাতে তিন বাড়িতে গরু চুরি!!

অনলাইন প্রতিনিধি :-একই রাতে একই পাড়ায় তিন তিনটে পরিবারে গরু চুরির ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে আমতলী থানার অন্তর্গত রানীর খামার ঝরঝরিয়া জে বি স্কুল সংলগ্ন পাড়ার ঝুটন শুক্ল দাস, ইন্দ্রজিৎ ভৌমিক এবং সন্তোষ রায়ের বাড়ি থেকে শনিবার গভীর রাতে নিশিকুটুম্বের দল গরু চুরির ঘটনা সংঘটিত করে। এলাকার মানুষ যখন শনিবার গভীর রাতে ঘুমে আচ্ছন্ন ছিল সেই সুযোগে চোরের দল তিন তিনটি বাড়ি থেকে মোট ৬টি গরু চুরি করে নিয়ে গেছে।এই পাড়ার বেশিরভাগ মানুষই গরিব তারা তাদের কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালনে অনেকটাই লাভবান হয়েছেন কিন্তু এভাবে তিন তিনটি বাড়ি থেকে গরু চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার গুলি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।

এই তিন বাড়ির লোকজন স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে গরু চুরির ঘটনাটি আমতলী থানায় জানিয়েছে। খবর লেখা পর্যন্ত আমতলী থানার পুলিশের ঘটনাস্থলে দেখা নেই।

Dainik Digital: