একই ট্রেকে মুখোমুখি ট্রেন!

দৈনিক সংবাদ অনলাইনঃ- ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হল দুই দু’টি মালগাড়ি। ঘটনা উত্তরপ্রদেশের ফতেপুর এলাকায়। ভোর ৪.৩০ নাগাদ সিগন্যালের অপেক্ষাতেই উত্তরপ্রদেশের সুজাতাপুর ও রুসালাবাদ রেল স্টেশনের কাছে দাঁড়িয়েছিল প্রথম মালগাড়িটি। তখনই হঠাৎ পেছন থেকে এসে সজোরে ধাক্কা মেরে দেয় অপর মালগাড়িটি। ছুটে আসে স্থানীয় খাগা থানার পুলিশ। দ্রুত শেষ হয় উদ্ধার কাজ। হাসপাতালে পাঠানো হয় সেই দুই ট্রেনের চালক ও অন্যান্য কর্মীদের।

Dainik Digital: