এইচডিএফসি ব্যাংক শাখার উদ্বোধন

দৈনিক সংবাদ অনলাইন।। বৃহস্পতিবার খারচিপুজোর শুভ দিনে উদ্ভোধন হলো এইচ ডি এফ সি ব্যাংকের মঠচৌমুহনী শাখার নবনির্মিত ভবনের। এদিন সকাল এগারোটায় নবনির্মিত ব্যাংক শাখার ফিতা কেটে উদ্ভোদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা জনজাতি উন্নয়ন দপ্তরের অধিকর্তা ডঃ বিশাল কুমার।

অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন, এইচ ডি এফ সি ব্যাংকের ঊত্তরপুর্বাঞ্চল সার্কেলের প্রধান প্রেমজিত কানোয়ার, ক্লাস্টার প্রধান রতন দাস, মঠচৌমুহনী শাখার ম্যনেজার আশিষ শুক্ল বৈদ্য, ব্যাংকের খোয়াই শাখার ব্রাঞ্চ ম্যনেজার বিরাট দত্ত ভৌমিক, শংকর চৌমুহনী ব্রাঞ্চের ম্যনেজার সুমন সাহা, জিবি বাজার ব্রাঞ্চের ম্যনেজার সৌমিল সরকার, শকুন্তলা রোড ব্র‍্যাঞ্চের ম্যনেজার সজল দাস এবং বিশালগড় ব্র‍্যাঞ্চের ম্যনেজার অরুপ ভট্টাচার্য সহ অন্যন্য বিশিষ্ঠ জনেরা ও ব্যাংকের কর্মীরা। উল্লেখ্য, এইচডিএফসি ব্যাংক রাজ্যের বিভিন্ন স্হানে তাদের ব্রাঞ্চ গুলোর মাধ্যমে জনগনকে ভালো ব্যাংক পরিষেবা প্রদানের ক্ষেত্রে অগ্রনি ভূমিকা পালন করছে।

Dainik Digital: