উপেক্ষিত হর ঘর তিরঙ্গা কর্মসূচি!!

দৈনিক সংবাদ অনলাইন, গন্ডাছড়া।। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে বৃদ্ধ আঙুল দেখালো গন্ডাছড়া মহকুমার দুই সরকারি দপ্তরের কর্মীরা। সরকারি নির্দেশ মোতাবেক ১৩, ১৪ এবং ১৫ আগষ্ট এই তিন দিন সরকারি অফিস গুলোতে জাতীয় পতাকা উত্তোলনের কথা থাকলেও ব্যাতিক্রম চিত্র ধরা পড়লো গন্ডাছড়া মহকুমায়। মহকুমার ওজন পরিমাপ দপ্তর এবং গন্ডাছড়া তহশিল অফিসে জাতীয় পতাকা তোলা হয়নি। দেশ ব্যাপি হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করলেও ব্যাতিক্রম চিত্র দেখা গেল গন্ডাছড়া মহকুমায়। এই নিয়ে সাধারন মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে।

Dainik Digital: