উপিজাতি ভোট ব্যাঙ্ক নিয়ে টানাটানি

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যের ক্ষমতার মসনদে বসতে উপজাতিদের ভোট ব্যাঙ্ক নিয়ে টানাটানি করছে সবকটি রাজনৈতিক দল। ২০১৮ সালে তিপ্রাল্যাণ্ডের দাবিদার আইপিএফটির সঙ্গে সমঝোতা করে বিজেপি-আইপিএফটি জোট ২০টি আসনের মধ্যে ১৮টি আসন নিজেদের দখলে নিয়ে নেয়। সিপিএম দখল করে উপজাতি সংরক্ষিত আসন। ২০১৩ সাল পর্যন্ত উপজাতি সংরক্ষিত আসনগুলিতে বরাবর আধিপত্য বজায় রাখত সিপিএম। ২০১৮ সালে বিজেপির জোট সঙ্গী আইপিএফটি তিপ্রাল্যাণ্ডের দাবি তোলে উপজাতি এলাকায় নিজেদের অনুকূলে রাজনৈতিক হাওয়া তুলে। তা বুঝতে পেরে বিজেপি ক্ষমতায় আসলো আইপিএফটির হাত ধরে। সফলতাও আসে। উপজাতি সংরক্ষিত আসনের ২০টির মধ্যে ১৮টি দখল করে বিজেপি- আইপিএফটি জোট। জয়ী উপজাতি সংরক্ষিত ১৮টি আসনের মধ্যে বিজেপি পায় ১০টি, আইপিএফটি পায় ৮টি আসন। সাধারণ আসনেও জোটের প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি ভোটের সিংহ ভাগ চলে আসায় বিজেপি পায় এসসি সংরক্ষিত আসন সহ ২৬টি আসন। বিজেপি-আইপিএফটি জোটের দখলে যায় মোট ৪৪টি আসন। বামফ্রন্টের দুটি উপজাতি সংরক্ষিত আসন সহ দাঁড়ায় ১৬টি। এরইমধ্যে ২০২০ সালে রাজ্য রাজনীতিতে এক ভিন্ন প্রেক্ষাপটের সৃষ্টি হয়। গ্রেটার তিপ্রাল্যাণ্ডের গঠনের দাবিকে সামনে রেখে প্রদ্যোত কিশোর দেববর্মণের নেতৃত্বে গঠিত হয় তিপ্ৰা মথা। এতে শেষে যুক্ত হয় আইএনপিটি। দল গঠনের কয়েক মাসের মধ্যেই পাহাড়ি জনপদে বিপুল জনসমর্থন গঠন করতে সক্ষম হয় তিপ্ৰা মথা।একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজ্যের ক্ষমতাশীল বিজেপি-আইপিএফটি করে জোটকে পরাস্ত করে এডিসির ক্ষমতা দখল করে তিপ্রা মথা। এরপর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন শক্তি হিসাবে নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠা করে তিপ্ৰা মথা।এরই মধ্যে বিজেপির জোট সঙ্গী আইপিএফটিতে ভাঙন ধরিয়ে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে তিপ্ৰা মথা। আইপিএফটি এক প্রাক্তন মন্ত্রী সহ দুই বিধায়ক তিপ্ৰা মথায় শামিল হন। পরবর্তীতে তিপ্রা মথা ত্রিপুরা সিটিজেন ফেডারেশন নামে শাখা সংগঠন গড়ে তুলে দলকে জাতি-উপজাতিদের দলের তকমা দেয়। এরই মধ্যে দোরগোড়ায় চলে আসে বিধানসভার ভোট। এপরিস্থিতিতে তিপ্ৰা মথাকে জোটে শামিল করতে দের চায় বিভিন্ন দল। গ্রেটার তিপ্রাল্যাণ্ডের দাবির প্রতি যেদল লিখিত সমর্থন দেবে তাদের সঙ্গে জোটে যাবার ঘোষণা দেন প্রদ্যোত কিশোর দেববর্মণ।শেষ পর্যন্ত গুয়াহাটি, দিল্লীতে বিজেপির সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও বিজেপি লিখিত প্রতিশ্রুতি না দেওয়ায় একাই প্রতিদ্বন্দ্বিতায় নামে তিপ্ৰা মথা। ৪২টি আসনে প্রার্থীও দেয়। অপরদিকে তিপ্ৰা মথাকে সিপিএম-কংগ্রেসও তাদের সঙ্গে শামিল করতে আলোচনা চালায়। যদিও বুধবার রাতে সংবাদ লেখা পর্যন্ত সিপিএম-কংগ্রেসের সঙ্গে তিপ্ৰা মথা বিজেপি বিরোধী জোটে যাবে কি না তা স্পষ্ট করেনি প্রদ্যোত কিশোর দেববর্মণ। যদিও উপজাতি ভোট নিজেদের অনুকূলে রাখতে তিপ্ৰা মথাকে নিয়ে টানাটানি চলছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের পর বোঝা যাবে রাজ্যের উপজাতি রাজনীতির গতিপ্রকৃতি।এদিকে উপজাতিদের ভোট এবারও নিজেদের অনুকূলে ধরে রাখতে আইপিএফটির সঙ্গে জোট বেঁধে চেষ্টা চালাচ্ছে বিজেপি। মাঠে নামিয়েছে বিজেপির জনজাতি মোর্চাকেও। অপরদিকে জিতেন চৌধুরীকে সামনে রেখে সিপিএম তথা বামফ্রন্টও এবার তাদের হারানো উপজাতি ভোট ফিরিয়ে আনার কৌশল নিয়ে চেষ্টা ও প্রচার চালিয়ে যাচ্ছে। কংগ্রেস ও সিপিএম-এর সঙ্গে আসন সমঝোতা করে দলের উপজাতি নেতাদের প্রার্থী করে উপজাতি সংগঠনকে মাঠে নামিয়ে ও প্রচারে লাগিয়ে উপজাতি ভোট নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে। সব মিলিয়ে সবকটি দলই ক্ষমতা দখলের লক্ষ্যে উপজাতিদের নিজেদের অনুকূলে টানতে মরিয়ে চেষ্টা ও কৌশল নিয়ে এগোচ্ছে।

Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

16 hours ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

16 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

17 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

17 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

18 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

18 hours ago