অনলাইন প্রতিনিধি :- উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের চেন্নাইয়ে বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে শুক্রবার তামিলনাড়ুর ডিজিপি অফিসে। সেই ইমেলে স্পষ্ট ভাষায় লেখা ছিল উপরাষ্ট্রপতির বাড়িতে বোমা হামলার বিষয়টি। হুমকিবার্তা পাওয়ার পরেই তৎপর হয় পুলিশ। রাধাকৃষ্ণনের বাড়িতে পৌঁছোয় পুলিশের একটি দল। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। তবে অনেক খোঁজাখুঁজির পরেও সন্দেহজনক কিছু মেলেনি উপরাষ্ট্রপতির বাড়িতে।