Categories: দেশ

উত্তর পূর্বের আর্থিক বিকাশে বড় ভূমিকা নিচ্ছে ওএনজিসিঃ রামেশ্বর তেলি

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃপ্রানময় সাহা।। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি দেশের উত্তর-পূর্বাঞ্চলে শক্তি কার্যক্রমের মাধ্যমে সার্বিক উন্নয়নে ওএনজিসি-এর অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ওএনজিসি দেশের শক্তি ও বাস্তুতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্বা। ওএনজিসির অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদনের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের স্থানীয় শিল্প ও ব্যবসায় তৃণমূল স্তরে উন্নয়ন বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসাবে প্রতিপন্ন হয়ে উঠেছে।

গত রবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি সংক্ষিপ্ত সময়ের জন্য আগরতলা সফরে এসেছিলেন। ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের বাধারঘাটস্হিত বেস অফিস কমপ্লেক্স পরিদর্শন কালে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উপরিউক্ত কথা গুলি বলেন। ত্রিপুরা রাজ্যে ওএনজিসি’র গ্যাস উত্তোলন ও উৎপাদনের ব্যবসা প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর রাজ্যটিকে মজবুদ অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বক্তব্যে বিশেষ ভাবে উল্লেখ করেন।   

এদিন ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের বাধারঘাটস্হিত অফিস চত্বরে ওএনজিসি, আইওসিএল,গেইল এবং টিএনজিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের মহারত্ন কোম্পানি গুলি অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ জনশক্তি ব্যবহার করে গ্যাস ট্যাপ আনলক করার মাধ্যমে বাণিজ্যিক ভাবে আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের বিষয়ে মেঘালয় রাজ্যের নাম উল্লেখ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

প্রাথমিকভাবে সমাজের অন্তর্ভুক্তি মূলক উন্নয়নের পাশাপাশি ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সিএসআর কার্যক্রমের ক্ষেত্রে ওএনজিসির প্রচেষ্টার প্রশংসা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এদিন বৈঠকে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের নির্বাহী পরিচালক এবং সম্পদ ব্যবস্থাপক তরুণ মালিক স্বাগত ভাষনে বলেন, প্রতিমন্ত্রীর আগরতলা সফরে ওএনজিসির ত্রিপুরা অ্যাসেটের ড্রিলিং সাইটে কর্মরত কর্মীরা সহ সকল অংশের কর্মীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। এবং প্রেরণা জোগাবে।তিনি বলেন, দেশের প্রখ্যাত শক্তি অনুসন্ধানকারী সংস্থা হিসাবে ওএনজিসি যেখানেই যায়, সেখানে ইতিবাচক প্রভাব ফেলতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যায়। তরুণ মালিক বলেন, ত্রিপুরায় বর্তমানে ওএনজিসি শুধু গ্যাস উৎপাদন ও সরবরাহ করার মধ্যেই সীমাবদ্ধ নেই। ওএনজিসি রাজ্যের শিল্প স্থাপনে অগ্রনি ভূমিকার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে,স্বাস্থ্য পরিষেবায়,নারীদের ক্ষমতায়নে,জীবিকা সহায়তায় এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের উপর গুরত্ব আরোপ করে কার্যক্রমের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ভবিষ্যত পরিকল্পনার কথা উল্লেখ করে সম্প্রতি আইজিজিএলের সাথে পাইপলাইনে গ্যাস সরবরাহের চুক্তির মাধ্যমে রাজ্যের অর্থনীতিতে অভাবনীয় উন্নতির সম্ভাবনা নিয়ে ওএনজিসি উচ্ছ্বসিত,যা ২০২৪ সালে শুরু হতে যাচ্ছে বলে অ্যাসেট ম্যানেজার বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের তরফে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলির হাতে স্থানীয়ভাবে হস্তশিল্পের তৈরি স্মারক উপহার তোলে দিয়ে সম্বর্ধিত করা হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

7 hours ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

7 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

8 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

8 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

9 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

9 hours ago