উত্তরাখণ্ডের আলমোরায় ‘অজানা অসুখে কুড়ি দিনে মৃত্যু মিছিল!!

অনলাইন প্রতিনিধি :- উত্তরাখণ্ডে ২০ দিন ধরে অদ্ভূত উপসর্গ! অজানা উপসর্গে কুড়ি দিনে ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা আলমোরা জেলার ধাউলা ব্লকের। জেলার মেডিক্যাল আধিকারিক ড. নবীন চন্দ্র তিওয়ারি জানিয়েছেন, সাত জনের মধ্যে দু’জনের হৃদরোগের মৃত্যু হয়েছে। মৃত বাকি পাঁচ জনের রহস্যজনক উপসর্গ ছিল। তিনি বলেন, “১১টি নমুনা সংগ্রহ করেছি। যার মধ্যে তিনটি রিপোর্টেই টাইফয়েড নিশ্চিত হয়েছে। জল সরবরাহ বিভাগকে সমস্ত জলের ট্যাঙ্ক পরিষ্কার করার নির্দেশ দেন তিনি এবং গ্রামবাসীদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।” ড. তিওয়ারি আরও বলেন, “জলের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে জানা গিয়েছে, জলে কলিফর্ম ব্যাকটেরিয়া রয়েছে।”

Dainik Digital: