ই টিকেটিং ব্যবস্থা চালু করল টিআরটিসি!!

সোমবার সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় টি আর টি সি র চেয়ারম্যান অভিজিৎ দেবের হাত ধরে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমে চালু করা হলো ই – টিকেটিং সিস্টেম। অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সমর রায়, ডিরেক্টর অশোক পাল সহ অন্যান্যরা। পে টিএম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগরতলা থেকে সাব্রুম এবং আগরতলা থেকে খোয়াই রুটে আপাতত এই সিস্টেম চালু করা হয়েছে। ওই দুটি রুটে বিভিন্ন টিকিট কাউন্টারে এবং টিআরটিসি বাসগুলিতে পে টিএম QR কোড সক্ষম সাউন্ড বক্স এর মাধ্যমে এখন থেকে যাত্রীরা তাদের ভাড়া মেটাতে পারবেন। ফলে টিকিট কাটতে গিয়ে খুচরো টাকা নিয়ে যে সমস্যা থাকে এখন থেকে তা অনেকটাই দূর হবে। যাত্রী সাধারনের সুবিধার্থেই এই ব্যবস্থা চালু করল টিআরটিসি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এতে টিআরটিসি’র আয়ও বাড়বে। পাশাপাশি ক্লিয়ার ট্রিপ প্রাইভেট লিমিটেড টিআরটিসি’র সমস্ত কাস্টমারদের ভ্রমণের জন্য এখন থেকে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের কাউন্টার থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ওড়ানের জন্য বিভিন্ন বিমান সংস্থার টিকিট কাটার ব্যবস্থাও চালু করেছে সোমবার।

Dainik Digital: