স্বরাব সাহানি স্পিন ছোবলে কুপোকাত ইয়ং ব্লাড ক্লাব । এক ম্যাচ বাদে জয়ে ফিরে এল শান্তিনিকেতন । আগের বৃষ্টিবিঘ্নিত কারণে ঐকতান ক্লাবের সঙ্গে ম্যাচে পয়েন্ট ভাগ করতে হয়েছিল শান্তিনিকেতনকে । আজ ইয়ং ব্লাড ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে । ছৈলেংটাস্থিত খাগড়াহুড়া হাই স্কুল মাঠে এ দিন লংতরাইভ্যালি সিনিয়র ক্লাব ক্রিকেটের এক ম্যাচ শান্তিনিকেতন ৯১ রানের বড় জয় পায় । হারিয়ে দেয় ইয়ং ব্লাড ক্লাবকে । ম্যাচে শান্তিনিকেতন সংঘ প্রথম ব্যাট করে ১৭.৫ ওভারে মাত্র ১০৮ রানই তুলতে পারে । এর জবাবে ইয়ং ব্লাড ক্লাবের ইনিংস ৬.১ ওভারে মাত্র ১৭ রানেই লুটিয়ে পড়ে । এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সর্বনিম্ন দলগত স্কোর এই ১৭ রানই । স্বরাব সাহানির ( ৩-০-৬ ৬ ) দুর্দান্ত বোলিংয়ের কাছেই এ দিন। সহজ আত্মসমর্পণ করে ইয়ং ব্লাডরা । এর আগে সকালে শান্তিনিকেতন সংঘ টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় । কিন্তু প্রতিপক্ষের মারাত্মক বোলিংয়ের সামনে শান্তিনিকেতন ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় ।
তার মধ্যেই ওপেনার অভিজিৎ দাস ৮ বলে ২০ ( ২ × ৪ , ২ × ৬ ) স্বরাব সাহানি ১৮ বলে ২০ ( ১ × ৪ , ১ × ৬ ) ও বিকাশ চাকমার ২০ বলে ১৩ ( ১ × ৪ ) এবং রিন্টু চাকমার ১৩ বলে ১৭ ( 8×8 ) ও অতিরিক্ত ১৮ রান সুবাদে ১৭.৫ ওভারে ১০৮ রানই তুলতে সক্ষম হয় । ৯০/৫ রান থেকে ১০৮ সব উইকেট হারিয়ে বসে শান্তিনিকেতন । মুকেশ মারাক ( ৩-০ ১০-২ ) , দেবাশিস মারাক ( ২.৫-০- ১৫-৩ ) ভালো বোলিং করে । একটা করে উইকেট পায় আর্জু দেববর্মা , রাজেশ চাকমা , সোহেল চাকমা ও অমৃত দাস । ম্যাচ জেতার জন্য দরকার ১০৯ রান । সহজ লক্ষ্যই ছিল । কিন্তু শান্তিনিকেতন বোলারদের মারাত্মক বোলিংয়ের সামনে ইয়ং ব্লাড ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ।স্কোর বোর্ডে দুই অঙ্কের রান পৌঁছানোর আগে সাত উইকেট হারিয়ে বসে । ৪ ওভারে দলের স্কোর পৌঁছে ১০। উইকেটের পতন ৮। শেষ পর্যন্ত মাত্র ৬.১ ওভার খেলার ফাঁকে ইয়ং ব্লাড ক্লাবের ইনিংস তাসের ঘরের্ মতো ভেঙে পড়ে । মাত্র ১৭ রানই তুলতে পারে দল । দলের পক্ষে সর্বাধিক ৫ রান করে রাকেশ দাস । তারপরের সর্বাধিক রান ৪ করে সঞ্জয় মালাকার । রানের খাতা খুলতে পারেনি ৬ জন ব্যাটার । অতিরিক্ত ৫। শান্তিনিকেতন ৯১ রানের জয় পায় । বোলিংয়ে স্বরাব সাহানি ( ৩ ০-৬-৬ ) ছাড়াও কাজল সূত্রধর ( ৩-১- দা ১০-৩ ) সাফল্য পায় । রিন্টু চাকমার দখলে যায় এক উইকেট ।
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…