মাঝ-আকাশে ইন্ডিগোর বিমানে পোড়া গন্ধ,আতঙ্ক!

অনলাইন প্রতিনিধি :- মাঝ-আকাশে ইন্ডিগোর বিমানে পোড়া গন্ধ! দৌড়োদৌড়ি শুরু করলেন বিমানকর্মীরা। আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। সম্প্রতি ইন্ডিগোর একটি বিমানে ভ্রমণের সময় ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন এক যাত্রী। যাত্রীর দাবি, ইন্ডিগোর একটি বিমানে যাত্রা করার সময় মাঝ-আকাশে কেবিনের মধ্যে তীব্র পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পোড়া গন্ধ নিয়ে জিজ্ঞাসা করা হলে বিমানকর্মীরা জানান, বিমানটি নতুন এবং মাত্র দু’টি যাত্রা সম্পন্ন করেছে। এর পর পোড়া গন্ধের উৎস সন্ধানে বিমানের কর্মীরা বিভ্রান্ত হয়ে দৌড়োদৌড়ি শুরু করেন। কিন্তু কেউই কিছু বুঝতে পারছিলেন না। ফলে যাত্রীদের দুশ্চিন্তা বৃদ্ধি পায়।তবে ওই পোড়া গন্ধ কোথা থেকে আসছিল, সে বিষয়ে শেষ পর্যন্ত তাঁদের কিছু জানানো হয়নি।

Dainik Digital: