অনলাইন প্রতিনিধি :-বিমানবন্দরে এক যাত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ।যাত্রীর নাম রাজ কুমার সূর্যবংশী (৩৩)। বাড়ি মহারাষ্ট্রের মুম্বাইয়ে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এয়ার ইন্ডিয়ার এআই -৭৪৪বিমানে কলকাতায় যেতে বিমাবন্দরে আসেন।কাউন্টারে রিপোর্টিংয়ের পর বোর্ডিং কার্ড নিয়ে বিমান ধরতে সিকিউরিটি চেক গেট দিয়ে না গিয়ে ওই যাত্রী সোজা ইন্টারন্যাশনাল টার্মিনালের লাউঞ্জে চলে যান। সিকিউরিটির দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান তাকে দেখে ছুটে আসেন। কেন ডোমেস্টিক সিকিউরিটি চেকের জন্য সেই গেট দিয়ে না প্রবেশ করে ইন্টারন্যাশনাল টার্মিনালে প্রবেশ করলেন তাতে সিআইএসএফ কড়া পদক্ষে- নেন।তাকে আটক করেন।যদিও সিআইএসএফকে সে জানান, ভুল কে ইন্টারন্যাশনাল টার্মিনালে (লাউঞ্জে) চলে আসেন।টার্মিনাল ভবনের ভেতর এই ভুল পথে সে যখন আসেন তখন তাকে কেন সিকিউরিটি জওয়ান বা কর্মী কেউ আটকায়নি।সেদিকে যাওয়া যাবে না বলেও কোনও সিকিউরিটি জওয়ান তাকে বাধা দেয়নি।তাই কোনও বাধা না পেয়ে ডোমেস্টিক সিকিউরিটি গেটের দিবে না গিয়ে খোলা পেয়ে কোনও কিছু না জেনে ভুলে সোজা ইন্টারন্যাশনাল টার্মিনাল লাউঞ্জে চলে আসেন বলে আটক যাত্রী রাজকুমার সূর্যবংশী সিআইএসএফ কেন জানান। আটক করে সিআইএসএফ তার বিমান টিকিট ও বিমান যাত্রী বাতিল করে।দিনভর তাকে বিমানবন্দরে সিআইএসএফ অফিসে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করে।পরে রাত ৭ টা নাগাদ বিমানবন্দর থানায় পুলিশের হাতে আটক যাত্রীকে তুলে দেয়।বাড়ি মুম্বাইয়ে। আগরতলা রাজমিস্ত্রীর কাজ করেন কোনও একটি বেসরকারী নির্মাণ সংস্থার কর্মী হিসাবে।এদিকে বিমানবন্দরে প্রশ্ন উঠেছে, ডোমেস্টিক সিকিউরিটি গেটের প্রবেশের পথে একজন বেসরকারী সিকিউরিটি কর্মী যাত্রীর বোর্ডিং কার্ড চেক ও যাত্রীকে সঠিক পথ দেখাতে ডিউটিতে থাকলে সেই কর্মীর খুব কাজ দিয়ে ওই যাত্রী যখন ইন্টারন্যাশনাল টার্মিনালের দিকে যাচ্ছিলেন তখন কেন আটকে দেয়নি। ইন্টারন্যাশনাল বিমান পরিষেবা এখনো চালু না হওয়ায় ইন্টারন্যাশনাল টার্মিনাল লাউঞ্জে ব্যবহৃত হচ্ছে না।আরও প্রশ্ন উঠেছে, এদিকে যাতে কোনও যাত্রী প্রবেশ করতে না পারেন তাতে উপযুক্ত দেখভালও ব্যারিকেড তৈরি করে রাখা হয়নি কেন।বিনা বাধায় ভুল করে যদি কোনও যাত্রী ইন্টারন্যাশনাল লাউঞ্জে চলে যান তাহলে রাজকুমার সূর্যবংশীর মতোই কি পরিণতি হবে?
অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ৬টি বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল করল…
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…