ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!

অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর ভায়া দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল বৃষ্টি শুরু হয় দিল্লি ও এনসিআরে। দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর উড়ানে 6E2142 মাঝ আকাশে বিমানে বাজ পড়ে বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। শিলাবৃষ্টিও হয়। মুহুর্তেই বিভ্রাট দেখা দেয় বিমানে। তবে বিমান চালকের তৎপরতায় বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বিমানটিকে জরুরি অবতরণ করার কথা এটিসি শ্রীনগরকে জানান পাইলট। যাত্রিবাহী বিমানটিতে ছিলেন মোট ২২৭ জন। সমস্ত যাত্রী এবং বিমান কর্মীরা নিরাপদেই রয়েছে।

Dainik Digital: