ইউক্রেনে ফের বড়সড় ড্রোন হামলা রাশিয়ার, মৃত ৮!!

অনলাইন প্রতিনিধি :- রাশিয়ার আক্রমণে ফের রক্তাক্ত ইউক্রেন। শুক্রবার রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে-সহ দক্ষিণের কয়েকটি শহরে মুহুর্মুহু ড্রোন এবং মিসাইল হামলা চালায় রুশ সেনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও বহু। রুশ আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর, সরকারি ভবন এবং স্কুল। বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “রুশ সেনা ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র নিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে। এটি ছিল এখনও পর্যন্ত রাজধানী কিয়েভের উপর সবচেয়ে বড় হামলাগুলির মধ্যে অন্যতম।”

Dainik Digital: