আহত ছাত্রীকে দেখতে গেলেন শিক্ষামন্ত্রী

দৈনিক সংবাদ অনলাইন।। শুক্রবার সকালে টমটমের ধাক্কায় গুরুতর জখম শিশুবিহার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী অনুস্মিতা দত্তের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে জিবি হাসপাতালে যান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। কথা বলেন তার মা বাবার সাথে। সরকারের পক্ষ থেকে ছাত্রীর যাবতীয় চিকিৎসার সহায়তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার সকালে স্কুলের সামনে দ্রুতগতিতে আসা একটি টমটম পিসে দিয়েছিল শিশুবিহার স্কুলের প্রথম শ্রেণির এই ছাত্রীকে। ছাত্রীটির নাম অনুস্মিতা দত্ত। বয়স ছয়, বাবার নাম সব্যসাচী দত্ত। স্কুল ছুটি হওয়ার পর মায়ের হাত ধরেই রাস্তা পার হচ্ছিল ছোট্ট অনুস্মিতা।

আচমকা দ্রুত গতিতে ছুটে আসা টমটম ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং টমটমের চাকার নীচে অনুস্মিতার মাথা অনেকটা থেতলে গেছে। গুরুতর জখম অনুস্মিতাকে সাথে সাথে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।সেখান থেকে জিবিতে। বর্তমানে তাকে নিউরো বিভাগের আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৪৮ ঘন্টা না কাটলে কিছুই বলা যাবে না।

Dainik Digital: