আসাম পুলিশের জালে ত্রিপুরার দুই ড্রাগস কারবারি, পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ আটক তিন!

অনলাইন প্রতিনিধি, ধর্মনগর ২৫ জানুয়ারি।। ত্রিপুরা-আসাম আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে এক বড়সড় সাফল্য পেল আসাম পুলিশ। শনিবার রাতে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানা এলাকার নিভিয়া ওয়াচ পোস্টের পুলিশ দুটি পৃথক অভিযানে ত্রিপুরার দুই মাদক কারবারি সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। 
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, একটি দেশি পিস্তল, চোদ্দটি মোবাইল হ্যান্ডসেট এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে নিভিয়া ওয়াচ পোস্টের পুলিশ শনিবার রাতে প্রথম অভিযানটি চালায়। তারা একটি টাটা পাঞ্চ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৬০০ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার ওজন প্রায় ১৪৫ গ্রাম। এই ঘটনায় গাড়িতে থাকা ত্রিপুরার পেঁচারথল এলাকার বাসিন্দা দিলোয়ার চাকমা ও নন্দলাল চাকমাকে আটক করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই পুলিশ তদন্তের জাল আরও বিস্তৃত করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জালালাবাদ এলাকায় দ্বিতীয় অভিযানটি চালায়। 

সেখানে স্থানীয় মাদক বিক্রেতা নুর উদ্দিনের বাড়িতে হানা দিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়। নুর উদ্দিনের বাড়ি থেকে একটি দেশি পিস্তল, একটি গাড়ির নম্বর প্লেট, একটি পাসপোর্ট, তিনটি এটিএম কার্ড, একটি প্যানকার্ড এবং নগদ টাকার পাশাপাশি মোট চোদ্দটি মোবাইল হ্যান্ডসেট জব্দ করে। এই ঘটনায় পুলিশ ধৃতদের বিরুদ্ধে মাদক আইন এবং অস্ত্র আইনে নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করেছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে এবং আন্তঃরাজ্য মাদক পাচারের মূল উৎস উদঘাটন করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Dainik Digital: