আর্থিক সংকটে ম্লান উৎসবের আনন্দ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সামনেই শারদোৎসব।হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। অথচ চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন রাজ্যের মধ্যবিত্ত,নিম্নমধ্যবিত্ত এবং গরিব অংশের জনগণ। বিশেষ করে গরিব অংশের মানুষের অবস্থা খুবই খারাপ। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে এবারের ভয়াবহ বন্যা। সাম্প্রতিক বন্যায় রাজ্যের অর্ধেকের বেশি মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।এর মধ্যে বেশিরভাগই গরিব অংশের মানুষ।বহু মানুষের বাড়িঘর ভেঙে গেছে।বন্যার জলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের সম্পদ।কৃষি ও কৃষকের অবস্থা আরও কাহিল।এই পরিস্থিতিতে সাধারণ মানুষ দিশোহারা। গ্রামীণ অর্থনীতি একপ্রকার ভেঙে পড়েছে।
এমন ভয়াবহ সংকটজনক পরিস্থিতিতে ডবল ইঞ্জিন সরকারের কোনও সদর্থক উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। প্রায় দেড় মাস অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা একটকাও সরকারী সাহায্য পায়নি বলে অভিযোগ ক্ষতিপূরণ তো দূরের কথা। বন্যার সময় রাজ্যের সাধারণ মানুষ,বিভিন্ন সামাজিক সংস্থা, সংগঠন ব্যক্তিগত উদ্যোগ যেভাবে ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তা রাজ্যের ইতিহাসে বিরল।এইভাবে সাহায্যের হাত না বাড়ালে বন্যায় দুর্গতদের কি অবস্থা হতো,তা ভাবলেই শিউড়ে উঠতে হয়।অথচ ডবল ইঞ্জিন সরকারের তরফ থেকে এমন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। শুধু তাই নয়,প্রতিবছর পুজোর প্রাক্কালে জবকার্ডের মাধ্যমে গ্রামীণ এলাকায় এমজিএন রেগার কাজ এবং শহর এলাকায় টুয়েপের কাজ করানো হতো।যাতে পুজোর আগে গরিব মানুষের হাতে কিছু অর্থ যায়।কিন্তু এ বছর এমন কোনও ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে শোনা যায়নি।এমনিতেই দীর্ঘদিন ধরে রেগা ও টুয়েপের কাজ বন্ধ।জমিতে যে সব ফসল ছিল সব বন্যার জলে নষ্ট হয়ে গেছে।নতুন করে ঘুরে দাঁড়াতে গিয়ে কৃষক থেকে শুরু করে সাধারণ গরিব মানুষ প্রত্যেকেই আর্থিক সংকটের মধ্যে পড়েছে।ফলে কারোর হাতেই তেমন অর্থ নেই।রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ১০ কেজি করে চাউল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।সেই চাউলের এখনো কোনও খবর নেই। বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও বিভিন্ন রাজ্য সরকার, সাধারণ মানুষ, বিভিন্ন সংস্থা, সংগঠন অর্থ প্রদান করেছে।প্রশ্ন হচ্ছে,এই অর্থ যদি অসহায় মানুষ প্রয়োজনের সময় হাতে না পায়, তাহলে এই ত্রাণ তহবিল দিয়ে কি হবে?সব মিলিয়ে উৎসবের মুখে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব মানুষের মুখে হাসি নেই।বন্যার কবলে পড়ে আর্থিক অনটনে পুজোর আনন্দ কেড়ে নিয়েছে।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

3 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

4 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

13 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

13 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

14 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

14 hours ago