আমেরিকার মাটি থেকে পরমাণু হুমকি! পাক সেনাপ্রধানকে ভারতীয় জবাব— “মাথা নত নয়”

অনলাইন প্রতিনিধি :-আমেরিকায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি! দুই মাসের মধ্যে দ্বিতীয়বার মার্কিন সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির যা বললেন, তা নিয়ে তোলপাড় আন্তর্জাতিক মহল।
ফ্লোরিডার টাম্পায় এক ডিনার অনুষ্ঠানে মুনিরের স্পষ্ট হুঁশিয়ারি— “আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমাদের ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়, আমরা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হব।” শুধু তাই নয়, সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়েও সরাসরি যুদ্ধের হুমকি— “ভারত বাঁধ বানাক, আমরা ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করব। সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয়।”
নয়াদিল্লি এর জবাবে কড়া বার্তা দিয়েছে— “পরমাণু হুমকির সামনে ভারত মাথা নত করবে না। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।” পররাষ্ট্র মন্ত্রক আরও বলেছে, বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে এমন বক্তব্য “অত্যন্ত দুর্ভাগ্যজনক”।
বিশ্লেষকদের মতে, মার্কিন মাটিতে দাঁড়িয়ে তৃতীয় দেশের বিরুদ্ধে এমন পরমাণু হুমকি ইতিহাসে বিরল। পাকিস্তানের সামরিক বাহিনী সন্ত্রাসী সংগঠনের সঙ্গে হাত মিলিয়েছে বলেও নয়াদিল্লির অভিযোগ।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর ৫০% শুল্ক বসিয়েছেন। পাকিস্তানের উপরও ১৯% শুল্ক চাপিয়েছেন, তবুও ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আরও উষ্ণ হচ্ছে। আর সেই প্রেক্ষিতেই মুনিরের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Dainik Digital: