অনলাইন প্রতিনিধি :-আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের তারকা প্রচারক হিসেবে ইতিমধ্যেই প্রচারে জোড় দিয়েছেন মন্ত্রী সুধাংশু। প্রায় প্রতিদিনই নিজ বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, বুধবার ফটিকরায় বিধানসভার অন্তর্গত ৪ নং বুথের ৬ নং ওয়ার্ডে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতী সিং দেব্বর্মার সমর্থনে দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে যান মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস।
এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রার্থী কৃতী সিং দেব্বর্মা বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করেন শ্রী দাস। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আবকি বার ৪০০ পার এর স্বপ্ন পূরণ এখন শুধু সময়ের অপেক্ষা।