আপাতত স্থগিত শাহের বঙ্গসফর!!

অনলাইন প্রতিনিধি :-পিছিয়ে গেল অমিত শাহের বঙ্গ সফর। চলতি মাসের ৩১ তারিখে বাংলায় সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। পয়লা জুন ছিল দু দু’টি কর্মসূচি। একটি হওয়ার কথা ছিল সায়েন্স সিটি চত্বরে।অন্যটি ওয়েস্টিন হোটেলে। সেই কর্মসূচি মিটিয়ে রাতেই রওনা দেওয়ার কথা ছিল রাজধানীতে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহের জন্য পিছিয়ে গিয়েছে ‘শাহী সফর’। কিন্তু হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত সেই নিয়ে মুখ খোলেনি পদ্ম শিবির।

Dainik Digital: