দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। আগামী জানুয়ারি মাস থেকে ত্রিপুরায় পুরোদমে আন্দোলনে নামবে তৃণমূল ।সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে জানুয়ারি মাসেই সরকারকে গোটা রাজ্য অচল করে দেওয়া হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে এইভাবেই সরকারকে হুশিয়ারি দিলেন, তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস । উপস্থিত ছিলেন প্রদেশ ইনচার্জ রাজিব বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ সুস্মিতা দেব । এদিন সাংবাদিক বৈঠক থেকে নবনিযুক্ত প্রদেশ সভাপতি শাসক দলকে হুশিয়ারি দিয়ে বলেন, শাসক দলের বাইক বাহিনীকে কিভাবে জেলে পুড়তে হয় তা আমার জানা আছে । সময় থাকতে শুধরে যাক । তিনি আরো বলেন , ত্রিপুরায় তৃণমূলই একমাত্র দল, যারা বিজেপিকে উৎখাত করতে পারে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হওয়া আলাপচারিতার কথা তুলে ধরে পীযুষ কান্তি বিশ্বাস বলেন , ত্রিপুরায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে লড়াই করবেন বলে কথা দিয়েছেন । আগামী কয়েক দিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় আসবেন এবং তার সাত দিনের মধ্যেই রাজ্যে পা রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, জানান তিনি।
আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকেই গোটা রাজ্যে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস।
এদিন করবুক মহকুমার শিলাছড়ি অঞ্চলের ১০৫ পরিবারের ভোটাররা তৃণমূল কংগ্রেসে যোগ দেয় নবনিযুক্ত প্রদেশ সভাপতির হাত ধরে ।
উল্লেখ্য, মঙ্গলবার প্রদেশ কার্যালয়ে রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে রাজ্য কমিটির পুনর্গঠন হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…