আটা খেলেই পড়ছে মাথায় টাক,আতঙ্কে ১৮টি গ্রামের পুরুষ!!

অনলাইন প্রতিনিধি :-মহারাষ্ট্রের বুলধানা জেলায় গ্রামের পর গ্রামে টাক পড়ার ‘রোগ’ ছড়াতেই আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে পুরুষদেরই কেন টাক পড়ছে, তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে। ১৮ টি গ্রাম মিলিয়ে প্রায় ২৭৫ জনের হঠাৎ টাক পড়ে যাওয়াকে কেন্দ্র করেই হইচই পড়ে গিয়েছে। হঠাৎ এমন টাক পড়ার পিছনে কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।তবে টাক আতঙ্কের মাঝে এক অদ্ভুত যুক্তি দিয়েছেন পদ্মশ্রী প্রাপক বিশিষ্ট চিকিৎসক হিম্মাত্রেয় বাওয়াসকার। তিনি বলেছেন যে পঞ্জাব ও হরিয়ানাই এই টাক পড়ার জন্য দায়ী। সেখান থেকে আমদানি করা গমে অতিরিক্ত সেলেনিয়ামের উপস্থিতির কারণেই সম্ভবত সকলের টাক পড়ে যাচ্ছে।

Dainik Digital: