আজ শপথের পর মোদির সঙ্গে বৈঠকে বসবেন হাসিনা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার নয়াদিল্লীতে ভারতের নতুন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শেখ হাসিনা।শপথ অনুষ্ঠানের পর মোদি-হাসিনা একান্ত বৈঠক করবেন বলে দিল্লীতে যাওয়া বাংলাদেশের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে।মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় দিল্লী পৌঁছেন।দিল্লীতে পালাম বিমানবন্দরে এয়ারফোর্স স্টেশনে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র সচিব (সিপিভি ও ওআইএ) মুকতেশ পরদেশি, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোঃ মুস্তাফিজুর রহমান। কাল শপথ অনুষ্ঠানের পর ভারতের রাষ্ট্রপতির দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের সম্মানীত অতিথিরা। শপথ অনুষ্ঠানে যোগদান ছাড়াও শেখ হাসিনা রবিবার নয়াদিল্লীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নয়াদিল্লী গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর বেসরকারী বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লী সফরকালে আইটিসি মৌরী হোটেল অবস্থান করছেন।শনিবার দিল্লী পৌঁছে শেখ হাসিনা সন্ধ্যায় নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন।সেখানে হাইকমিশনার মোঃ মুস্তাফিজুর রহমানের দেওয়া নৈশ ভোজসভায় – যোগদান করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লীতে মোদির শপথ অনুষ্ঠানে যোগদান এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সোমবার রাতে ঢাকায় ফিরবেন। নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে অভিনন্দন জানান। এছাড়াও চিঠি পাঠিয়ে বিপুল বিজয়ের জন্য মোদিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে, আপনি ভারতের জনগণের আশা-আকাঙক্ষা বহন করেন।’টেলিফোন কথোপকথনের সময় নরেন্দ্র মোদি তার সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করেন। নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম নরেন্দ্র মোদিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।একে দুই নেতার মধ্যে উষ্ণ ব্যক্তিগত সম্পর্কের প্রতিফলন বলে কুটনীতিকরা মনে করেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

10 hours ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

11 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

11 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

12 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

12 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

12 hours ago