আজ দেশজুড়ে অমৃত ভারত স্টেশনের সূচনা।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ভারতীয় রেলের আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব ঘিরে সারা দেশজুড়ে নানা পদক্ষেপ গ্রহণ করছে রেল। এরই অঙ্গ হিসাবে আগামীকাল ৬ আগষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩০৯টি স্টেশন আধুনিকীকরণের কর্মসূচির সূচনা করবেন। দেশের রাজধানী শহর নয়াদিল্লীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা সহ দেশের অন্যান্য রাজ্যে অনুরূপ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা অংশ নেবেন। ত্রিপুরায় এ উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠান হবে মাতাবাড়ি সংলগ্ন উদয়পুর স্টেশনে। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও মহিলা ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রমুখের অংশ নেওয়ার কথা রয়েছে।ধর্মনগর এবং কুমারঘাটস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতি ত্রিপুরা।শনিবার সকালে আগরতলা রেল স্টেশনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিঙ বিভাগের অতিরিক্ত বিভাগীয় আধিকারিক তথা এডিআরএম সাই সিং খুঙগ্রিমাই সহ অন্যান্য আধিকারিকরা তুলে ধরেন বিস্তারিত তথ্য। বলেন, অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী। প্রকল্পের আওতায় রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের মোট ৯১টি স্টেশন। এর মধ্যে লামডিঙ বিভাগে রয়েছে ১৫টি স্টেশন। তার মধ্যে ত্রিপুরার উদয়পুর, কুমারঘাট ও ধর্মনগর স্টেশন রয়েছে। দেশজুড়ে পুরো প্রকল্পের জন্য খরচ হবে ৫১ হাজার কোটি টাকা। রাজ্যের উল্লেখিত তিনটি স্টেশনের জন্য খরচ হবে প্রায় ৯০ কোটি টাকা।সাংবাদিক সম্মেলনে জানানো হয় রাজ্যের প্রধান স্টেশন আগরতলাকে বিশ্বমানের স্টেশনে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের আওতায়। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি সহ স্টেশনের সৌন্দর্যায়ন ইত্যাদি করা হবে। এই প্রকল্প রূপায়ণে রেলের তরফে দেশজুড়ে জোর তৎপরতা চলছে।খোদ দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে প্রকল্পের সুচনার উদ্যোগ নেওয়া হয়েছে একে বাড়তি গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

10 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

10 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

12 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

12 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

13 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

14 hours ago