আজ কলকাতা বিমানবন্দর বন্ধ বহু বিমান বাতিল!”

অনলাইন প্রতিনিধি :- ঘূর্ণিঝড়ের অ কারণে আগাম সতর্কতা হিসেবে কলকাতা বিমানবন্দরে বিমান ত উঠানামায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।রবিবার ২৬ মে বেলা বারোটা থেকে সোমবার ২৭ মে সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ থাকবে। তাই আগরতলা-কলকাতা রুটে যাতায়াতে এই সময়ের সব বিমান বাতিল করা হয়েছে।ইন্ডিগো থেকে জানানো হয়েছে, রবিবার সকাল থেকে এই রুটে ইন্ডিগোর কোনও বিমান যাতায়াত করবে না।রবিবার সকালের এটিআর বিমানও বাতিল করা হয়েছে।পরদিন সোমবারও এই রুটের সকালের এটিআর বিমানও বাতিল করা হয়েছে।সে সঙ্গে রবিবার ইন্ডিগো আগরতলা-গুয়াহাটি রুটের উভয় দিকে যাতায়াতে এটিআর বিমান বাতিল করেছে।দুদিনে ইন্ডিগোর এয়ারবাস ও এটিআর মিলে ছয়টি বিমান বাতিল করা হয়েছে।এয়ার ইন্ডিয়া থেকে বলা হয়েছে, রবিবার আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে দুটি বিমান বাতিল করা হয়েছে। দুটি বিমান এয়ারবাস।একটি বিমান ছিল দুপুরে, অপরটি ছিল রাতে।বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে সোমবার সকাল ১টার পর কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা পুনরায় চালু করা হবে। বিমান বাতিলে যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়েছেন।

Dainik Digital: