আচমকা অন্তর আত্মা জাগ্রত মনিন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-দল বদলুর খাতায় আগেই নাম লিখিয়েছেন প্রাক্তন কারা মন্ত্রী মনিন্দ্র রিয়াং। ছিলেন সিপিআই নেতা।বাম আমলে শান্তিরবাজার কেন্দ্র থেকে জয়ী হয়ে কোটায় কারামন্ত্রী হয়েছেন।গত বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই এই বাম নেতা ঝাঁপ দিলেন মথার আনারস বনে।বছর খানেক আনারস বাগানে কাটিয়ে কোনও সুবিধা করতে পারেনি নি।

সোমবার সেই মনিন্দ্র রিয়াং মথা ছেড়ে এবার সামিল হলেন কংগ্রেস দলে।বক্তব্য রাখতে গিয়ে স্বাভাবিক ভাবেই প্রদ্যোত কিশোর ও মথাকে গালমন্দ করলেন। বললেন, মথায় গিয়ে ভুল করেছেন। সিপিআই থেকে তিপ্রামথা হয়ে এখন কংগ্রেসে।

এখন দেখার কংগ্রেসে কতদিন থাকেন।

Dainik Digital: