অনলাইন প্রতিনিধি || শুক্রবার গভীর রাতে ধর্মনগরে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হলো চারটি গৃহপালিত পশুর। ঘটনা ধর্মনগর পুর পরিষদ এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের মনতলা বাজার সংলগ্ন এলাকায়। বাড়ির মালিক স্বদেশ চন্দ্র চক্রবর্তী (সত্তর) জানিয়েছেন, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় গরু ঘরে নিয়ে গরুর খাবার রান্না করে চারটি গুরুকে রাতের খাবার দেন তিনি। এরপর বেশ কয়েকবার গরু ঘরে গিয়ে তাদের যত্ন নেন এবং গরু ঘরের সাথে থাকা আগুনের চুলা জলদিয়ে নিভেয়ে দেন। সর্বশেষ রাত একটায় তিনি গরু ঘর পর্যবেক্ষণ করেন এরপর তিনি ঘুমাতে যান। রাত আনুমানিক দুইটায় তিনি জোরে শব্দ শুনতে পান। ঘুম থেকে উঠে দেখেন গরু ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি গরু গুলিকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাঁচানো যায়নি চারটি গরুকে। গরু গুলি তার কাছে সন্তান সম ছিল। অবসর বয়সে এই গরু পালন করেই সময় কাঁটাতেন তিনি। গরু ঘরের সাথে আরেকটি ঘরও আগুনে পুড়েছে। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত তা কেউই বলতে পারছেন না।
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদত্রিপুরা খবর
আগুনে পুড়ে মৃত্যু চারটি গবাদি পশুর!!
Leave a Comment