অনলাইন প্রতিনিধি :-বিমান যাত্রী ও বিমানবন্দরের নিরাপত্তায় এবার এমবিবি আগরতলা বিমানবন্দরেও ডিজি যাত্রা পদ্ধতি চালু হচ্ছে। ইতিমধ্যে দেশের বেশ কিছু বিমানবন্দরে ডিজি যাত্রা পদ্ধতি চালু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে গুয়াহাটি বিমানবন্দরের পর এখন এমবিবি আগরতলা বিমানবন্দরে ডিজি যাত্রা পদ্ধতি চালু হচ্ছে। কলকাতা বিমানবন্দরে এক বছর আগেই এই ব্যবস্থা চালু হয়। ডিজি যাত্রা হলো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এই পদ্ধতি ব্যবহার করে বিমানবন্দরে প্রকৃত বৈধ যাত্রীদের যাচাই করা হয়। বিমানবন্দর টার্মিনাল ভবনে প্রবেশে ডিজিটাল যাত্রার মাধ্যমে বিমান যাত্রীর মুখের স্বীকৃতি (ছবি) প্রযুক্তি ব্যবহার করা হয়।এই পদ্ধতিতে চেক-ইন নিরাপত্তা ও বোর্ডিং গেটে যাত্রী যাচাই হয়।
ডিজিটাল যাত্রা পদ্ধতি ব্যবহারে যাত্রীদের বোর্ডিং পাস বা আইকার্ডের মতো শারীরিক নথিপত্র বহন করতে হবে না। এই পদ্ধতি ব্যবহারে যাত্রীরা ডিজি যাত্রা অ্যাপে গিয়ে তাদের আইকার্ড, বিমান টিকিটের পিএনআর নম্বর দিতে হবে। তাতে টোকেন তথা বারকোড বের হবে। টার্মিনাল ভবনে প্রবেশের পথে বারকোড গেট ব্যবহার করে টার্মিনাল ভবনের ভেতর প্রবেশ করবেন।
এই পদ্ধতি ব্যবহারের দরুন টার্মিনাল ভবনে প্রবেশের সময় গেটে আর বিমান যাত্রীদের বিমান টিকিট ও আইকার্ড চেক করবেন না নিরাপত্তা কর্মী তথা সিআইএসএফ। যেসব বিমান যাত্রী ডিজি যাত্রা অ্যাপ ব্যবহার না করে সোজা বিমানবন্দরে পৌঁছে যাবেন তাদের জন্য বিকল্প ব্যবস্থায় ডিজি যাত্রা পদ্ধতির ম্যানুয়েল সুবিধা থাকবে। টার্মিনাল ভবনে প্রবেশের গেটের সামনে কিয়স্কের মতো মেশিন বসানো থাকবে। একাধিক মেশিন বসানো থাকবে। এই মেশিনের সামনে দাঁড়িয়ে যাত্রীরা আইকার্ড, বিমান টিকিটের পিএনআর নম্বর দিয়ে ও মুখমণ্ডলের ছবি তোলার পর সঙ্গে সঙ্গে মেশিন থেকে বারকোড টোকেন বের হবে। বারকোড টোকেনে বারকোড গেট দিয়ে টার্মিনাল ভবনে প্রবেশ করবেন। এমবিবি আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৈলাশ চন্দ্র মিনা জানান, খুব শীঘ্রই ডিজি যাত্রা পদ্ধতি চালু করা হবে। পদ্ধতি ব্যবহারে প্রয়োজনীয় মেশিনপুর চলে এসেছে।দ্রুত মেশিন বসানো হবে বলেও তিনি জানান। বিমানবন্দরে ডিজি যাত্রা চালু করার পর প্রথম অবস্থায় বিমানবন্দর কর্মী ও সিআইএসএফ মেশিন ব্যবহারে যাত্রীদের সহায়তা করা হবে। বিমানবন্দরের অপর এক আধিকারিক জানান, ডিজি যাত্রা পদ্ধতি চালু হলে কোনও যাত্রী আর নকল পরিচয়পত্র তথা নকল আইকার্ড নিয়ে টার্মিনাল ভবনে প্রবেশ করতে পারবেন না। বিমানবন্দরের এক আধিকারিক জানান, আগরতলা বিমানবন্দরটি বাংলাদেশের পার্শ্ববর্তী হওয়ায় ডিজি যাত্রা পদ্ধতিতে কোনও বাংলাদেশি তথা ভিনদেশি নাগরিক বা কোনও যাত্রী ভারতের নকল আইকার্ড, আধারকার্ড ব্যবহার করলে ধরা পড়ে যাবেন।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…