আগরতলা-বাগডোগরা সরাসরি বিমান ২৬শে!!

অনলাইন প্রতিনিধি :-ভ্রমণ পিপাসু রাজ্যবাসীর কাছে সুখবর। যারা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের টাইগার হিল দার্জিলিংয়ে বেড়াতে যাবেন তাদের এখন আর যাতায়াতে কোনো সমস্যায় পড়তে হবে না। আগরতলা থেকে কলকাতায় গিয়ে বা গুয়াহাটি থেকে সড়ক পথে ও বিমান পথে এতো সমস্যায় পড়ে আর যাতায়াত করতে হবে না। আগামী ছাব্বিশ অক্টোবর থেকে আগরতলার সঙ্গে সরাসরি বিমান পরিষেবা শিলিগুড়ির বাগডোগরার মধ্যে চালু হচ্ছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছাব্বিশ অক্টোবর থেকে আগরতলা-বাগডোগরার মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করছে।১৮০ আসনের বোয়িং বিমান প্রতিদিন যাতায়াত করবে। বাগডোগরা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে বিমানটি আইএক্স ২৯৫৩ রওয়ানা হবে বিকাল চারটা ত্রিশ মিনিটে। আগরতলা বিমানটি এসে পৌঁছবে বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে। আগরতলা থেকে ফিরতি বিমানটি আইএক্স ২৪৩০ সন্ধ্যা ছয়টা দশ মিনিটে বাগডোগরার উদ্দেশ্যে রওায়না হবে। বাগডোগরা বিমানবন্দরে বিমানটি পৌঁছবে রাত সাতটা কুড়ি মিনিটে। এই বিমানের টিকিট বুকিংও শুরু হয়েছে। ভাড়া নাগালের মধ্যে রয়েছে বলে বিমানসংস্থা সূত্রে জানা গেছে। এদিকে বাগডোগরার সঙ্গে আগরতলার বিমান পরিষেবা সরাসরি চালু করা হলেও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগরতলা-গুয়াহাটি রুটের উভয়দিকে চলাচলের বিমানটি কিন্তু উঠিয়ে নিচ্ছে। আগামী ছাব্বিশ অক্টোবর থেকে শীতকালীন বিমান সূচিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আগরতলা-গুয়াহাটি রুটের মধ্যে যাতায়াতে কোনো বিমান থাকছে না। এই রুটে ইন্ডিগো এবং আকাশ এয়ারের বিমান চালু রয়েছে।

Dainik Digital: