আগরতলা-আখাউড়া রেলপথ বিশবাঁও জলে

এই খবর শেয়ার করুন (Share this news)

ভারত এবং বাংলাদেশ সরকার ২০১৩ সালের ২১ মে আগরতলা এবং আখাউড়ার মধ্যে রেলপথ সমঝোতায় ( এমওইউ ) স্বাক্ষর করেছিল । এই রেলপথের মোট দৈর্ঘ্য ১৫.০৫৪ কিমি , যারমধ্যে মাত্র ৫ কিমি ভারতের অংশে পড়ে , বাকি ট্র্যাকটি বাংলাদেশের । ট্র্যাকগুলি ব্রডগেজ বিন্যাসে মিটার গেজে স্থাপন করা হবে যাতে প্রয়োজনে এটিকে ব্রডগেজে রূপান্তর করা যায় । প্রকল্পটির ব্যয় বহন করবে ভারত এবং প্রাথমিকভাবে এর ব্যয় ধার্য হয়েছিল প্রায় ২৭১ কোটি টাকা । কিন্তু পরবর্তী সময়ে প্রকল্পের ব্যয় বৃদ্ধি হয়ে দাঁড়ায় ৯৭২ কোটি টাকায় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর , উত্তর – পূর্বাঞ্চল সহ দেশের যে প্রকল্পগুলি বিশেষভাবে মনিটর করে , তারমধ্যে অন্যতম আগরতলা লাইনে আখাউড়া রেলপথ প্রকল্প । এই প্রতিবেদন লেখার সময় অর্থাৎ , ১ সেপ্টেম্বর , ২০২২ – এর খবর , প্রকল্পের ভারতের অংশের জন্য বরাদ্দ ৫৮০ কোটি টাকা খরচ হয়ে যাবার পরেও প্রকল্প অসম্পূর্ণ , গত সাত মাস কাজ বন্ধ হয়ে আছে । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর তিনদিনের ভারত সফরে বন্ধ আসছেন । এর আগে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক বাংলাদেশের সঙ্গে যৌথ প্রকল্পগুলির হাল – হকিকত খতিয়ে দেখছে । আগরতলা- আখাউড়া রেলপথের ভারতের অংশ ( ৫.০৫ কিমি ) নির্মাণ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল উত্তর – পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক বা ডোনার মন্ত্রকের ।

নির্মাণের দায়িত্বে ছিল রেলমন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড । ২০২১ সালের ৭ জুলাই দেশের রেলমন্ত্রকের দায়িত্ব নেবার পরেই মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন , ২০২১- এর মধ্যেই আগরতলা – আখাউড়া লাইনের কাজ শেষ করতে হবে । কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।কিন্তু হুঁশিয়ারি কোনও কাজে লাগেনি । ২০২১ – এ কাজ শেষ হওয়ার পরিবর্তে প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে । বুধবার , প্রকল্পের হাল – হকিকত জানতে বৈঠকে বসেছিলেন ডোনার মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল ভার্মা । মন্ত্রকের সুত্রমতে , অফিসাররা কেন্দ্রকে জানিয়েছেন ইরকন কাজ শুরু এবং শেষ করার জন্য ৩১৬ কোটি টাকা চেয়েছে । ডোনার মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল ভার্মা প্রায় এক বছর আগে আগরতলা – আখাউড়া রেলওয়ে প্রকল্পগুলি পরিদর্শন করেছিলেন এবং ইরকন , উত্তর – পূর্ব সীমান্ত রেলওয়ে এবং প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে , আর বিলম্ব ছাড়াই জুন ২০২২ – এর মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশ দিয়েছিলেন । গত ২ আগষ্ট ত্রিপুরার কৃষি , পর্যটন ও পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় ডোনার মন্ত্রককে চিঠি লিখে তার ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন , আগরতলা – আখাউড়া রেল লাইনের মতো একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ হয়ে আছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলছেন , দেশের অভ্যন্তরে এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে হবে , তখন এ রকম একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে কী কারণে ? আগামী ৭ সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকে থাকতে বলা হয়েছে ডোনার মন্ত্রকের পূর্ণমন্ত্রী জি কিষান রেড্ডিকে । সেই বৈঠকে আগরতলা আখাউড়া রেলপথ প্রকল্প সম্পূর্ণ করার নির্দিষ্ট দিনক্ষণ জানানোর প্রস্তুতিতে কালঘাম ছুটছে ডোনার মন্ত্রকের মন্ত্রী থেকে অফিসারদের ।

Dainik Digital

Recent Posts

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

8 mins ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

37 mins ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

57 mins ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

2 hours ago

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…

2 hours ago

বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতর কোটি কোটি টাকার মাদক পাচার!!

অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…

2 hours ago