আগরতলায় আত্মপ্রকাশ করল আরণ্যক জুয়েলার্স!!

অনলাইন প্রতিনিধি :-খোয়াই ও ধর্মনগরের পর এবার আগরতলায় আত্মপ্রকাশ করল আরণ্যক জুয়েলার্স। বুধবার রাজধানী আগরতলার এমবিবি চৌমুহনীতে গড়ে ওঠা নবনির্মিত আরণ্যক জুয়েলার্সের শোরুমের শুভ উদ্বোধন হয়। এদিন ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শোরুমটির উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের শুভকানন্দ মহারাজ সহ জুয়েলারি কর্তৃপক্ষ। এই উদ্বোধন উপলক্ষে জুয়েলারির তরফে থাকবে বিশেষ ছাড়। প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় থাকবে ৩৫০ টাকা ছাড় ও হীরের গহনার মজুরিতে ১০০% ছাড়। গ্রহরত্নের মূল্যে ২০% ছাড়। পুরনো হলমার্ক সোনার গহনার এক্সচেঞ্জে ১০০% মূল্য। এছাড়াও প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। প্রতিদিনের লাকি ড্রতে হোম এপ্লায়েন্স ও মেগা ড্রতে থাকবে একটি স্কুটি। এই অফার চলবে আগামী ৯ই জুন পর্যন্ত। জানিয়েছেন আরণ্যক জুয়েলার্সের পার্টনার মনোজিত চৌধুরী। পাশাপাশি এদিন গ্রাহকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি।

Dainik Digital: