আক্রান্ত জাফর এক্সপ্রেস, বোমা হামলায় লাইনচ্যুত ছ’টি বগি, আহত বহু!!

অনলাইন প্রতিনিধি :- পাকিস্তানের বালোচিস্তানে প্রদেশে জাফর এক্সপ্রেসে বোমা হামলা। ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার পাকিস্তানের সিন্ধু-বালোচিস্তান সীমান্তের কাছে সুলতানকোট এলাকার কাছে কোয়েটাগামী জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে চালানো হয় হামলা। এই বছরের মার্চ মাস থেকে এই ট্রেনটিকে লক্ষ্য করে বার বার হামলা চালানো হয়েছিল। রেললাইনে পুঁতে রাখা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দ্বারা এই বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের ফলে কোয়েটাগামী যাত্রীবাহী ট্রেনের কমপক্ষে ছ’টি বগি লাইনচ্যুত হয়।
তাদের দাবি, ট্রেনে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা ভ্রমণ করছিলেন বলেই সেটিকে নিশানা করা হয়েছিল। বিআরজি এই হামলার দায় স্বীকার করে ঘোষণা করে যে বালোচিস্তানের স্বাধীনতা না আসা পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Dainik Digital: