দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। আবারও আইজিএম হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে আই জি এম হাসপাতালে দক্ষিণ নলছড়ের বাসিন্দা প্রশান্ত দাসের সাত মাসের এক শিশুর মৃত্যু ঘিরে এই অভিযোগ তুলে শিশুর পরিবারের লোকেরা।
ঘটনার বিবরণে জানা যায়, গত বেশ কয়েকদিন যাবৎ জ্বর ছিল শিশুটির। এরপর শিশুটিকে হাপানিয়া হাসপাতালে দেখানো হয়। কিন্তু জ্বর না কমায় শিশুটির পরিবার চিকিৎসার জন্য শিশুটিকে মেলাঘর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অক্সিজেন সহযোগে রেফার করা হয় রাজধানীর আইজিএম হাসপাতালে। পরিবারের অভিযোগ, এখানে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা কোনো ধরনের পর্যালোচনা ছাড়াই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পরিবারের লোক জানান, হাসপাতালে যখন আনা হয়েছিল তখনও জীবিত ছিল শিশুটি। চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে শিশুটির, এমনটাই অভিযোগ পরিবারের। পাশাপাশি পোস্টমর্টেমের জন্যও নাকি বলেছেন ডাক্তাররা। তবে এবিষয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসকদের থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
শিশুর মৃত্যু ঘিরে কান্নায় ভেঙে পড়ে শিশুটির মা সহ গোটা পরিবার। পরিবারের তরফে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…