অলিম্পিকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে ত্রিপুরার লিপিকা

এই খবর শেয়ার করুন (Share this news)

আর্ত , মুমূর্ষু মানুষের সেবা করার অমোঘ মানসিকতা নিয়ে সেবিকা হিসাবে নিজের পেশা বা কাজ বেছে নেওয়া এক সাহসী মেয়ে পরবর্তীতে মনের অদম্য জেদ , ইচ্ছাশক্তিকে সম্বল করে সম্পূর্ণ এক নতুন জগতে পা দিয়ে চমক সৃষ্টিকারীর নাম লিপিকা দেবনাথ । রাজ্যের কমলপুর মহকুমার মেয়ে বডিবিল্ডার । লিপিকার পাখির চোখ এখন বডিবিল্ডিংয়ে অলিম্পিয়াডে দেশের প্রতিনিধিত্ব করা । কলকাতার বারাসতের এক বেসরকারী নার্সিং হাসপাতালে আর পাঁচজন সাধারণ সেবিকা হিসাবে কর্মজীবন শুরু হয়েছিল তার।

ছোটবেলা থেকেই মানুষের সেবা করার মনোভাব থেকেই সেবিকার ( নার্স ) কাজ বেছে নিয়েছিলেন লিপিকা । তবে এর বাইরেও সব মানুষের ভেতরেই অন্য একটি ইচ্ছা বাস করে । তার সেই ইচ্ছা ছিল একজন বডিবিল্ডার হওয়া । তাই বারাসতে নার্সিংয়ের কাজ করার মধ্যেই মধ্যম গ্রামের একটি জিমে জয়েন করেন লিপিকা । কিছুদিন বাদে সরকারী চাকরি পেয়ে পশ্চিমবঙ্গেরই মালদা থেকে প্রায় সত্তর কিলোমিটার ভেতরে এক অজ গ্রামে তার পোস্টিং হয় । এদিকে , এতদূরে আসতে হওয়ায় নিজের জিম করা প্রায় বন্ধের মুখে চলে আসে । কিন্তু সেই অদম্য ইচ্ছাশক্তির আর দুর্বার জেদকে সম্বল করে মালদা শহরে জিমের জন্য তার আসা – যাওয়া চলতে থাকে ।

একাধারে জিম , হাসপাতাল , নিজের ডায়েট রেডি করা , ঘরের কাজ সবটাই নিজেকেই করতে হতো । একই সঙ্গে বাবা – মাকেও সামলাতে হতো । এর মধ্যেই পেয়ে যান মধুরিমা ম্যাম , অরিজিৎ স্যারদের । ট্রেনার পিঙ্কু দার কাছেই নিজের প্রস্তুতি শুরু হয় । কঠোর পরিশ্রমের ফসল হিসাবে শীঘ্রই সাফল্যও ধরা দেয় । কেরিয়ারে প্রথম বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিতে আসেন এনসিপি বেঙ্গলে । এই জাতীয়স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের এটাই ছিল লিপিকার প্রথম ধাপ । ওই প্রতিযোগিতায় প্রথম দশে নিজের জায়গা করে নেন রাজ্যের মেয়ে লিপিকা । এরপর এ বছরের ১৫-১৭ এপ্রিল হওয়া জাতীয় বডিবিল্ডিং প্রতিযোগিতায় তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন । কেরিয়ারে প্রথম পদক ।

উল্লেখ্য , প্রতিযোগিতাটি হয়েছিল মহারাষ্ট্রের পুনা শহরে । এ বছরই মিস ইউনিভার্স প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করে সবাইকে চমকে দেন লিপিকা । ষষ্ঠ স্থান দখল করেন । সঙ্গে মেডেল ও সার্টিফিকেট । এ বছরই এপ্রিল মাসে পুনেতে ইণ্ডিয়ান বডিবিল্ডিং অ্যাণ্ড ফিটনূস ফেডরেশন আয়োজিত ৬২ তম প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেন । একজন মেয়ে হিসাবে বডিবিল্ডার হওয়ার ক্ষেত্রে তাকে অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল । বডিবিল্ডিংয়ে গেলে শরীরের কমনীয়তা নষ্ট হয়ে যাবে । শরীর রুক্ষ হয়ে যাবে । পুরুষেলি ভাব ভাব চলে আসবে ইত্যাদি ইত্যাদি । তারপরও দমে যাননি সালেমার স্কুল শিক্ষক যোগেশ দেবনাথের মেয়ে লিপিকা । বাবা – মা – ই ছোটবেলায় যোগাসনে তাকে উৎসাহিত করতেন । এখন সেবিকা লিপিকা দেবনাথ একজন দক্ষ বডিবিল্ডার । যার স্বপ্ন এখন অলিম্পপয়াডে নিজের পারফরম্যান্স দেখিয়ে দেশের জন্য পদক জয় করা ।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

18 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

20 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

20 hours ago