অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা পাকিস্তানের। জম্মু, জয়সলমীর, পাঠানকোটে সাইরেন বাজতে শুরু করে। হয়ে যায় সম্পূর্ণ ব্ল্যাকআউট।
এরপরই পাঠানকোট বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়। তবে তা ব্যর্থ করে ভারত। জয়সলমীরে পরপর ৪টি ড্রোন হামলা হয়। সব কটি ড্রোন টেনে নামায় ভারত। রাত ৯টার আশপাশে ফের অমৃতসরের বিমানবন্দরের কাছে ড্রোন হামলা হয়। তবে তা ব্যর্থ করে ভারতীয় এয়ার ডিফেন্স। পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয় আকাশেই। ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, অমৃতসরের বিমানবন্দরের কোনও ক্ষতি হয়নি।