অনলাইন প্রতিনিধি :-অর্থনীতিতে বিশ্বের মধ্যে
চতুর্থ স্থানে ভারত। আগামীদিনে জার্মানিকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থানে পৌঁছে যাবে ভারত। মঙ্গলবার বিকালে অমরপুরে ডালাক বাজারে নবনির্মিত দ্বিতল বিশিষ্ট গ্রামীণ বাজার শেডের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ উপরিউক্ত কথাগুলি বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কেন্দ্রের মোদি সরকারের স্বপ্ন আত্মনির্ভর ভারতবর্ষ। আর আত্মনির্ভর ভারতবর্ষ গঠন করতে হলে কৃষকদের উন্নয়ন ছাড়া সম্ভব নয়। সেই দিশায় কাজ করেই অর্থনীতি, রণনীতি, কূটনীতি, বিজ্ঞান সব কিছুতেই ভারতবর্ষ এগিয়ে চলছে।
তিনি বলেন, এ রাজ্যে আগেকার সরকারের সময়ে কৃষি ও কৃষকদের উন্নয়নে তেমন কোন কাজ হয়নি। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পেত না।যার কারণে কৃষকদের অনেকেই কৃষিকাজই ছেড়ে দিয়েছিলেন।তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর কৃষকদের কাছ থেকে ধান কিনে নিচ্ছে। কৃষকদের বিনামূল্যে সার, কীটনাশক, কৃষি সরঞ্জাম, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি হয় ভর্তুকি মূল্যে না হয় বিনামূল্যে দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, কৃষকরা বর্তমান লাভের মুখ দেখতে শুরু করেছে।
ডালাক বাজারে আয়োজিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলার সহকারী কৃষি অধিকর্তা কৃষ্ণধন সাহা।সমাবেশে বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক পাঠানলাল জমাতিয়াও বক্তব্য রাখেন। জন সমাবেশে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েত চেয়ারম্যান বিকাশ সাহা, বিএসির চেয়ারম্যান রবিত্র জমাতিয়া সহ ডালাক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমুখ।
তার আগে মঙ্গলবার দুপুরে দুই কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত অমরপুর কৃষি ভবন ও কৃষি গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন এবং মহকুমার উদ্যমী কৃষকদের সংবর্ধিত করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কৃষি ভবন ও কৃষি গবেষণা কেন্দ্রের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক সুমিত ভট্টাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা।
মঙ্গলবার দুপুরে নূতনবাজারে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কর্তৃক দুই কোটি ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত দ্বিতল বিশিষ্ট রেগুলেটরি মার্কেট শেডের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। একই সাথে দুই কোটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দের আরও একটি মার্কেট শেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস ও বিধায়ক পাঠান লাল জমাতিয়া, কৃষি দপ্তরের অধিকর্তা ড. ফণীভূষণ জমাতিয়া, হর্টিকালচার দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস, অমরপুর ডিআর ব্লকের বিএসসি চেয়ারম্যান রবীত্র জমাতিয়া প্রমুখ।
অনলাইন প্রতিনিধি :-ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্কে ভাঙন ধরল! বুধবার ট্রম্প প্রশাসন থেকে অব্যাহতি…
অনলাইন প্রতিনিধি :-বিজ্ঞান চাইলে কী না পারে!বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর আসার পর বিভিন্ন…
অসাম্যের এই পৃথিবীতে একদিকে যখন চরম বিশ্বাস বৈভব-ঐশ্বর্য্য অসাম্যের চোখ ধাঁধিয়ে দিচ্ছে।ঠিক তার পাশাপাশি, এই…
অনলাইন প্রতিনিধি :-লিফটে আটকে পড়লেনহরিয়ানার ক্রীড়ামন্ত্রী গৌরব গৌতম। চণ্ডীগড়ের সচিবালয় ভবনের ঘটনাটি ঘটেছে।চণ্ডীগড়ের সচিবালয় সূত্রে…
অনলাইন প্রতিনিধি,:-প্রয়াত দেশের প্রাক্তন মন্ত্রী তথা শিরোমণি আকালি দলের বর্ষীয়ান নেতা সুখদেব সিং ধিন্দসা। বুধবার…
অনলাইন প্রতিনিধি :- সারা দেশের সাথে রাজ্যেও শুরু হচ্ছে কৃষি জাগরণে কেন্দ্র ও রাজ্যের সর্ববৃহৎ…