অনলাইন প্রতিনিধি :-বিদ্যালয়ে বিষয় শিক্ষক নিয়োগের দাবিতে সোচ্চার ঋষ্যমুখ ব্লকের মানিরামবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়ারা। বইয়ের ব্যাগ রাস্তায় রেখে তারা সোচ্চার হয়। ঘটনা বুধবার সকালে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দুই বার শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন পড়ুয়াদের বিক্ষোভে আটকে পড়ে বিএসএফ জওয়ানরাও। অনুরোধ সত্বেও পড়ুয়ারা অনড় থাকে। অথচ রাজ্য শিক্ষা দপ্তরের কোনও হেলদোল নেই।
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদত্রিপুরা খবর
অভিনব প্রতিবাদ পড়ুয়াদের!!
Leave a Comment