অবিকল ১৯৯৬ সালের ক্যালেন্ডারেই চলবে চব্বিশ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- চলতি বছর লিপ-ইয়ার। অর্থাৎ এমনিতেই বছরে একটি দিন বেশি। তবে তাজ্জবের ব্যাপার, চলতি বছরের ইংরেজি ক্যালেন্ডার যেন ১৯৯৬ সালের ক্যালেন্ডারের কার্যত ‘ফটো কপি’। ইতিমধ্যে সমাজমাধ্যমে এই নিয়ে নানা মন্তব্য ছড়িয়েছে। অনেকেই লিখেছেন, আজকাল অনেক পণ্যেরই পুনর্ব্যবহার বাড়ছে। সেই প্রথা মেনে হয়তো খ্রিষ্টীয় নতুন বছরে ২৮ বছরের পুরোনো সালের ক্যালেন্ডার বা দিনপঞ্জি পুনর্ব্যবহারের কথা মনে হয়েছে। বিষয়টি কৌতূহলোদ্দীপক হলেও সত্য।


শুধু তাই নয়, টাইমঅ্যান্ডডেট ডট কম নামে একটি ওয়েবসাইট জানাচ্ছে, আগুপিছু ২০০ বছরের সময়সীমার মধ্যে এমন একাধিক বছরে ক্যালেন্ডার প্রায় হুবহু মিলে যাবে। চলতি বছরের ক্যালেন্ডারের সঙ্গে শুধুমাত্র ১৯৯৬- এর ক্যালেন্ডারেই মিল আছে তা নয়, হুবহু মিল রয়েছে ১৯৪০, ১৯৬৮ সালের। ভবিষ্যতে এই ক্যালেন্ডারই থাকবে ২০৫২, ২০৮০ এবং ২১২০। ১৯৯৬ সালের সঙ্গে ২০২৪ সালের অনেক মিল রয়েছে। আঠাশ বছর আগেও বছরের প্রথম দিন শুরু হয়েছিল সোমবার দিয়ে। আর দুটি বছরই হচ্ছে লিপ-ইয়ার বা অধিবর্ষ। কারও বাড়িতে যদি ১৯৯৬ সালের ক্যালেন্ডার থেকে থাকে, সেটা দেওয়ালে টাঙিয়ে রাখলেও দিব্যি চলে যাবে। ইন্টারনেটের কল্যাণে বিষয়টি এরই মধ্যে অনেকের নজরে এসেছে। নব্বইয়ের দশকের স্মৃতিকাতর অনেকেই প্রায় তিন দশকের পুরোনো ক্যালেন্ডারের সংগ্রহের চেষ্টা করছেন। বিগত বছরের শেষের দিকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ২০২৪ সালেও ১৯৯৬ সালের ক্যালেন্ডার কীভাবে মিলে যাবে। এ নিয়ে বানানো টিকটকের একটি ভিডিও দেখা হয়েছে ১৫ লাখের বেশি বার। হলিউডের অভিনেতা, নব্বইয়ের দশকের শিশুশিল্পী জনাথন টেইলর থমাসের প্রচ্ছদ ব্যবহার করে একটি ক্যালেন্ডারের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৯৯৬ সালের ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবারও ৫ নভেম্বর সেখানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে দ্বিতীয় দফায় লড়তে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ১৯৯৬ সালের সঙ্গে আরও একটি মিল রয়েছে চলতি বছরের। ১৯৯৬ সালে আমেরিকায় আটলান্টায় বসেছিল অলিম্পিকের আসর। এ বছর ফ্রান্সে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর। এরই মধ্যে পুরোনো জিনিসপত্র বিক্রির সাইট ই-বে ১৯৯৬ সালের শত শত ক্যালেন্ডার বিক্রি করেছে। এসব ক্যালেন্ডারে নব্বইয়ের দশকের ফ্যাশন ট্রেন্ড, হেয়ার স্টাইলসহ তৎকালীন জীবন যাত্রার নানা ছবি রয়েছে, যা দেখে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়ছেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

19 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

20 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

20 hours ago