অবশেষে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে রাজ্যের ডেন্টাল কলেজের

এই খবর শেয়ার করুন (Share this news)

১৮ ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট ডেন্টাল মেডিকেল কলেজের। দু’দুটি মেডিকেল কলেজের পর রাজ্যে স্থাপিত হবে ডেন্টাল কলেজ, তা সত্যিই আরেকটি উল্লেখযোগ্য সাফল্য। আজ বৃহস্পতিবার ছাড়পত্র পাওয়ার পর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একথা জানান। এছাড়াও এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জেকে সিনহা সহ স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু। প্রসঙ্গত ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে ডিসেম্বরের ১২-১৩ তারিখ একটি প্রতিনিধি দল পরিকাঠামো খতিয়ে দেখে যায়। তারপর ১৪ তারিখে ইসি মিটিংয়ে এ প্রসঙ্গ উৎক্ষেপণ করা হয়। সেই ইসি মিটিংয়ে পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট হয়ে ফার্স্ট ইয়ার শুরু করার জন্য যা যা দরকার সব সুবিধাই রয়েছে বলে তারা মিনিস্ট্রি অফ হেলথ ডিপার্টমেন্টে রিপোর্ট প্রদান করেন। আজ ১৫ ডিসেম্বর মিনিস্ট্রি অফ হেলথ ডিপার্টমেন্ট থেকে সবুজ সংকেত আসায় এখন আর কোন বাধা রইল না ডেন্টাল কলেজ স্থাপনে।

এই ডেন্টাল কলেজটি হবে ৫০ আসনের এবং ডিগ্রি শেষ করার সময়সীমা হবে চার বছর। পরবর্তীতে সাড়ে চার বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই ডেন্টাল কলেজটি পরিচালিত হবে। ১৫ শতাংশ আসন শেয়ার হবে ভারত সরকারের। বাকিগুলোর মধ্যে সাত আটটি সিট নর্থ ইস্টের যে সকল রাজ্যে ডেন্টাল কলেজ নেই তার জন্য সংরক্ষিত রাখা হবে। আর প্রায় ২৫ টি আসনের মত ভর্তির প্রক্রিয়া কি হবে তার জন্য কাউন্সিল গঠন করা হবে। কত শতাংশ নম্বর এবং কিসের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মনোনয়ন করা হবে তার সিদ্ধান্ত নেবে এই কাউন্সিল। ২০২৪-২৫ সেশন থেকে শুরু হবে পঠনপাঠন। ভর্তি প্রক্রিয়া পরিচালনা করবেন নীট এবং ছাত্র-ছাত্রীদের থাকার জন্য হোস্টেলের ব্যবস্থাও থাকবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে পারে সেশন এমনটাই আজকের এই সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

59 mins ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

2 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

3 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

4 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

4 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

5 hours ago