Categories: খেলা

অন্ধ্রপ্রদেশে বিধ্বস্ত ত্রিপুরা

এই খবর শেয়ার করুন (Share this news)

জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেটে আবারও চরম ব্যাটিং বিপর্যয়। আজ বরোদায় জাতীয় সিনিয়র মহিলাদের একদিনের ক্রিকেটে ত্রিপুরার আবারও ভরাডুবি। পাঁচ ম্যাচের মধ্যে সবচেয়ে বাজে ব্যাটিং দেখা গেলো আজ। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরা ২৬.১ ওভারে মাত্র ৮০ রানে শেষ করে ইনিংস।যদিও মধ্যপরদেশ ম্যাচেও ত্রিপুরার রান ছিল ৮০। তবে সেদিন কিন্তু ব্যাট করেছিল ৩৫ ওভার। ত্রিপুরা এক ম্যাচ জিতলে পরের ম্যাচেই হারছে। আগামী উনত্রিশ জানুয়ারী গ্রুপ লীগে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ ছত্তিশগড়। ছত্তিশগড়ও পাঁচ ম্যাচে দুটি জিতেছে।আজ ত্রিপুরা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৷ কিন্তু দিনের প্রথম পর্বেই ত্রিপুরার ওপেনার সুধা ব্যর্থ হয়। মৌচৈতী দেবনাথ (২১) ও অম্বিকা দেবনাথ (১১) জুটি যতক্ষণ ক্রিজে ছিল ততক্ষণ মনে হয়েছিল বড় স্কোর হবে। কিন্তু এই জুটি ভাঙতেই একে একে পতন শুরু হয়। রিজু সাহা (১০), অন্নপূর্ণা দাস (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেনি। ২৬.১ ওভারে ত্রিপুরার ইনিংস শেষ মাত্র ৮০ রানে।অন্ধ্রপ্রদেশের হয়ে অনুশা মাত্র দশ রানে পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া পুষ্পলতা তেরো রানে দুটি ও শ্রী এগারো রানে দুটি উইকেট পায়। জবাব দিতে নেমে ত্রিপুরার বোলাররা অন্ধ্রপ্রদেশকে চেপে ধরলেও দলকে অক্সিজেন জোগায় একা লক্ষ্মী। লক্ষ্মী ৫৬ বলে ৩৫ রনের একটি দায়িত্বশীল ইনিংস খেলে। অন্ধ্রপ্রদেশ সঙ্কট কাটিয়ে চার উইকেটে ৮৩ রান তুলে ম্যাচ জিতে নেয়। লক্ষ্মী ছাড়া অনুশা ২৫ রান করে। ত্রিপুরার পক্ষে প্রিয়ঙ্কা আচার্য, অন্নপূর্ণা দাস,অন্বেষা দাস ও সেবিকা দাস একটি করে উইকেট পায়। সেবিকা দাসের আজ সিনিয়র মহিলা ক্রিকেটে অভিষেক হয়। সেবিকা প্রথম ম্যাচে খারাপ বোলিং করেনি।এদিকে, আগামী ঊনত্রিশ জানুয়ারী গ্রুপে ত্রিপুরার শেষ ম্যাচ। এই টুর্নামেন্টে দুটি ম্যাচে ব্যাটিং বিপর্যয় ঘটে যার জন্য ম্যাচ হেরে যেতে হয়। শেষ ম্যাচে ত্রিপুরা টিমে কোনও বড় পরিবর্তন আসে কি না এখন তাই দেখার।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

7 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

7 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

16 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

17 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

17 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

17 hours ago