অনলাইন প্রতিনিধি :- অনূর্ধ্ব পনেরো মহিলা ক্রিকেটারদের বোন টেস্ট পর্ব একজন বাদে বাকি সবার হয়ে গেলো আজ ৷স্নেহা দত্ত আসেনি। বোর্ডের প্রতিনিধি অমিত সিদ্ধেশ্বরের তত্ত্বাবধানে আজ আগরতলা বিদুরকর্তা চৌমুহনীস্থিত একটি বেসরকারী ক্লিনিকে অনূর্ধ্ব পনেরো মহিলা ক্রিকেটারদের বোন টেস্ট হয়। সকাল দশটা থেকে টেস্ট চলে বিকাল পাঁচটা পর্যন্ত।এ বছর নাকি বোন টেস্টে বোর্ড খুবই সতর্ক। শুধু বোন টেস্টই নয়, এবার পরীক্ষার্থীদের বোর্ড প্রতিনিধির বিভিন্ন প্রশ্নের মুখোমুখিও হতে হয়। সঠিক উত্তর দিয়েই টেস্টের জন্য যেতে হয়। গত বছর বোর্ড প্রতিনিধিরা পরীক্ষার্থী ক্রিকেটারদের কোনওরকম প্রশ্ন না করলেও এবার প্রশ্ন করেন। নাম জিজ্ঞেস করেন, বাবার নাম জিজ্ঞেস করেন। বাড়ি কোথায়, কবে থেকে ক্রিকেট খেলছে, বোলার না ব্যাটার ইত্যাদি ইত্যাদি।জানা গেছে, এ রকম প্রশ্ন করার পেছনে কারণ হিসাবে বোর্ড প্রতিনিধি নাকি বলেছেন, কিছু কিছু রাজ্য ক্রিকেট সংস্থা নাকি একজনের নামে অন্য একজনের বোন টেস্ট করায়। বোর্ডের কাছে এ খবর আসতেই এ বছর থেকে সতর্ক হয়ে যায় বোর্ড। তাই এরকম কড়াকড়ি।উল্লেখ্য, আজ আটাশজনের মধ্যে সাতাশজনের বোন টেস্ট হয়। টেস্ট শেষ হতেই বোর্ড প্রতিনিধি সবার নাম মেইল করে দেয় বিসিসিআইকে। এখন বোর্ড উত্তীর্ণদের নামের তালিকা পাওয়ার পর তাদের ক্যাম্পে রাখা হবে।আগামীকাল বোর্ডের অনুমোদনপ্রাপ্ত বেসরকারী ক্লিনিকেই অনূর্ধ্ব ষোল ছেলেদের বোন টেস্ট হবে। মোট চল্লিশজনের টেস্ট হবে।
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…
অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…
অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…