অনুষ্ঠান চলাকালীন বন্দুকবাজের হামলা,আহত ১১!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ দক্ষিণ ক্যারোলিনার লিটিল রিভার এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। এই উপলক্ষ্যে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিল প্রচুর নৌকা। হঠাৎই ছন্দপতন। মুহুর্তেই রক্তারক্তি কান্ড। একটি নৌকা লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ১১ জন যাত্রী। আতঙ্কে চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে পুলিশ আসার আগেই আততায়ী সেখান থেকে চম্পট দেয়। বন্দুকবাজের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে।

Dainik Digital: