অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টার!!

অনলাইন প্রতিনিধি :-পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার (আইভিএসি) বন্ধ থাকবে।বুধবার ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে। আইভিএসি সেন্টারগুলো হলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালি, সিলেট, ময়মনসিংহ, যশোর, সাতক্ষীরা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, রংপুর ও খুলনা। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।এর আগে গত রবিবার ভারতীয় দূতাবাসের এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়। এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের জরুরি নয় এমন অনেক আধিকারিককে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে।বুধবার সকালে তারা ঢাকা থেকে দিল্লী পৌঁছান। সূত্রের খবর এই সময়ে হাইকমিশনের কর্মরত যেসব কর্মীর উপস্থিতি জরুরি নয়, যারা জরুরি কাজের সঙ্গে যুক্ত নন, তেমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
তবে হাইকমিশনে কর্মরত সব কূটনীতিকই বাংলাদেশে আছেন ও কাজ করছেন।হাইকমিশনের স্বাভাবিক কাজকর্ম চালু আছে।ঢাকায় হাইকমিশন ছাড়া বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশন রয়েছে। সেখানেও স্বাভাবিক কাজকর্ম চালু আছে বলে সূত্রের দাবি।

Dainik Digital: