অগ্নিপথ সরকারের সম্মুখে

এই খবর শেয়ার করুন (Share this news)

সেনা বাহিনীতে লোক নিয়োগে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ ক্রমেই বিজেপির জন্য অগ্নিপথ হইয়া উঠিতেছে । সরকার বা শাসক দল নির্মম সংখ্যাগরিষ্ঠতার কারণে এই প্রকল্প হইতে সরিয়া আসিতে চাহিতেছে না । প্রথম প্রথম কোনও মতে মুখ বাঁচাইবার প্রয়াস হইলেও আকস্মিকতা কাটাইয়া এইবার দমনপীড়ন শুরু হইবে , ইহাতে কোনও সন্দেহ নাই । কৃষকের আন্দোলন ছাড়া সকল প্রতিবাদ এই আমলে হেলায় উড়াইয়া অন্য নজির রাখিয়াছে মোদি নেতৃত্বাধীন সরকার । কৃষক আন্দোলন ছিল সংগঠিত , তাই উহাকে নস্যাৎ করা যায় নাই । আইন বানাইয়াও প্রায় এক বছর পর সরকার পশ্চাদপসরণ করিয়া আসিয়াছিল । সেই তুলনায় অগ্নিপথের আন্দোলন স্বতঃস্ফুর্ত হইলেও সংগঠিত নয় । ফলে শাসক দল ইহাকে বিরোধীদের আন্দোলন বা খালিস্তানি বলিতে পারিতেছে না । আবার বিশেষ কোনও জনগোষ্ঠী হিসাবেও আন্দোলনকারীদের চিহ্নিত করা যাইতেছে না । এইখানেই বিজেপির সঙ্কট ।

অগ্নিপথে সেনাবাহিনীতে লোক নিয়োগের সরকারী সিদ্ধান্ত প্রকাশের পর তিন বাহিনীর তরফে লোক নিয়োগে বিজ্ঞপ্তি জারি হইতেছে । প্রতিরক্ষামন্ত্রী জানাইয়া দিয়াছেন , সিদ্ধান্ত হইতে পিছাইয়া আসিবে না সরকার । আবার আন্দোলনকারীরাও পিছাইয়া আসিতেছে না , বরং ধীরে ধীরে তীব্রতা পাইতেছে । ট্রেন জ্বালাইয়া দেওয়ার মতন হিংসাত্মক ঘটনা কমিলেও আন্দোলন কোথাও কমিতেছে না । সোমবার আন্দোলনকারীরা ভারত বনধ করিল । সারা দেশে প্রায় আশিখানা ট্রেন হয় আংশিক , নয় সম্পূর্ণভাবে বাতিল হইল । মূলত দিল্লী , বিহার , তেলেঙ্গানা , উত্তরপ্রদেশে এই আন্দোলন রুখিতে পুলিশ কোমর কষিয়া পথে নামে । দিল্লীতে আন্দোলনকারীদের অবরোধে বিশাল অংশের পথঘাটে যান চলাচল বন্ধ হইয়া যায় । ট্রাফিক যানবাহন অন্যপথে ঘুরাইয়া দেয় ।

এইদিন পুলিশ প্রচুর সংখ্যক আন্দোলনকারীকে গ্রেপ্তার করিয়াছে । অনেকের নামে এফআইআর করা হইয়াছে । সৰ্বাধিক মামলা এবং গ্রেপ্তারি বিহারে । এর পরেই উত্তরপ্রদেশ এবং ক্রমান্বয়ে তেলেঙ্গানা । দিল্লী সহ সারা দেশে এইদিন কংগ্রেসের তরফে আলাদা করিয়া ধরনা , বিক্ষোভ প্রদর্শন করা হয় অগ্নিপথের বিরুদ্ধে । দিল্লীতে যন্তরমন্তরে সত্যাগ্রহ করে আবার সাধারণ আন্দোলনকারী যাহারা তাহাদের পথ অবরোধে দিল্লী – গুরগাঁও পথে যান চলাচল বন্ধ হইয়া পড়ে । আন্দোলনকারীদের কোনও কোনও সংগঠন এইদিন তাহাদের কর্মসূচিকে ভারত বন্ধ বলিয়া অভিহিত করে । কংগ্রেস অগ্নিপথ প্রকল্পকে যুবকদের স্বার্থবিরোধী নিয়োগ পদ্ধতি বলিয়া মন্তব্য করিয়াছে ।
অপরদিকে সরকার বলিয়াছে , এই প্রকল্পের নিয়োগে বেশকিছু ছাড় দেওয়া হইবে । যাহারা অগ্নিপথ প্রকল্পে সেনাবাহিনীতে যোগ দিবে তাহাদের অগ্নিবীর বলা হইবে , সরকারের নতুন প্রকল্প অনুসারে ।

এই অগ্নিবীর নিয়োগে দশ শতাংশ সংরক্ষণসহ বয়সসীমা শিথিল করিবার মলম ঘোষণা করিয়া সরকার চাহিয়াছে আন্দোলনকারীদের নিরস্ত করিতে । কিন্তু তাহাতে কোনও কাজ হইতেছে না । সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে যখন এই প্রকার টানাহ্যাঁচড়া চলিতেছে ইত্যবসরে বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয় বলিলেন , অগ্নিবীরেরা চার বৎসরের সেনা বাহিনীর চাকুরিশেষে দেশে বিজেপির দপ্তরগুলিতে পাহারাদারের চাকরি পাইবে । যদিও এই নেতা বিজেপির হাতেগোনা কেন্দ্রীয় নেতাদের মতন কোনও কেউকেটা নহেন , তথাপিও তাহার এই বক্তব্য আন্দোলনকারীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করিয়াছে । যাহাদের অগ্নিবীর বলা হইতেছে , যাহারা দেশের জন্য বলিদানে সতত তৈরি থাকিবে তাহারা চার বৎসরের চাকুরিশেষে বিজেপির দপ্তরে চৌকিদার হিসাবে নিযুক্তি পাইবে— এই ধরনের মন্তব্য বেকার যুবকদের আত্মসম্মানে বিঁধিবারই কথা । তবে অগ্নিপথবিরোধী আন্দোলন যত দীর্ঘ হইবে এই ধরনের কথাবার্তা আরও বাড়িতে থাকিবে ইহা সহজেই অনুমান করা যায় । সরকার চাইবে আন্দোলন থামাইয়া তাহার ঘোষিত স্কিমের বাস্তবায়ন । এই কাজ সমাপ্ত করিতে চাহিবে আগামী লোকসভা নির্বাচনের আগে । ইহা এই সরকারের ঘোষিত প্রতিশ্রুতি । ফলে সরকার বা শাসক দল যে যথেষ্ট চাপে থাকিবে এই আন্দোলন লইয়া , তাহাতে সন্দেহ নাই ।

Dainik Digital

Recent Posts

দেশের ৬টি বিমানবন্দরে উড়ান বাতিল করল ইন্ডিগো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ৬টি বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল করল…

3 mins ago

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

12 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

12 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

22 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

22 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

23 hours ago